Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মুখের কোন অংশে তিল থাকলে কী ভবিষ্যদ্বাণী করা যায় (প্রথম পর্ব)

নাকের একদম উপরে অথচ দুই ভ্রুর মাঝখানে তিল যাঁদের থাকে, তাঁরা আজীবন কোনও না কোনও রোগের জীবাণু বহন করে থাকেন।

কৃষ্ণপ্রেম
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

(১) উপরের কপালে চুল শুরু হওয়ার ঠিক আগে এই তিল বোঝায় কৈশোরে মস্তিষ্কের ভাল ডেভেলপমেন্ট হয়েছে। এঁদের মস্তিষ্কের সঠিক বিকাশ হয়ে থাকে।

(২) নাকের একদম উপরে অথচ দুই ভ্রুর মাঝখানে তিল যাঁদের থাকে, তাঁরা আজীবন কোনও না কোনও রোগের জীবাণু বহন করে থাকেন।

(৩) নাকের মাঝখানে তিল থাকলে এঁদের শরীরে যে রোগ বাসা বেঁধে আছে, তা প্রকট হবে আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বয়সে।

(৪) যাঁদের নাকের একদম সামনে তিল থাকে, তাঁদের আনুমানিক ৪৮-এর কাছাকাছি বয়সে প্রবল আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে বা যাঁদের ব্যবসা আছে তাঁদের সেই ব্যবসায়ে বিশেষ ক্ষতির ইঙ্গিত দেয়।

(৫) উপরের ঠোঁটের ঠিক উপরে ও মাঝখানে এবং নাকের নীচে যাঁদের তিল থাকে, তাঁরা পুরুষ হলে, জল থেকে ভীষণ বিপদ হতে পারে, আর মহিলা হলে, তাঁদের বয়স আনুমানিক ৫০ নাগাদ কর্মক্ষেত্রে বিপদ হতে পারে।

(৬) যাঁদের উপরের ঠোঁটের বাঁ দিকে অথবা নীচের ঠোঁটের ডান দিকে ঠোঁটের লাইন বরাবর তিল থাকে, তাঁদের জীবনে নানা রকম সুস্বাদু খাবারের অভিজ্ঞতা হয়ে থাকে। এঁরা মাঝেমধ্যেই রেস্তরাঁয় গিয়ে নানা রকম পদের স্বাদ নিয়ে থাকেন। এটা এঁদের এক ধরনের হবি বলা যেতে পারে।

আরও পড়ুন: বাস্তু নিয়ম অনুযায়ী আপনার সন্তানের ঘর সাজান ও তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল করুন

(৭) নীচের ঠোঁটের নীচের দিকে, থুতনির বাঁ দিকে যাঁদের তিল থাকে তাঁরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে ওস্তাদ হন।

(৮) থুতনির ঠিক উপরে আর নীচের ঠোঁটের নীচে ও মাঝখানে এই তিল যাঁদের থাকে, তাঁরা ভীষণ চিন্তশীল ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকেন।

(৯) এই তিল থুতনির উপরে যে কোনও দিকে থাকলে বোঝায়, এঁরা স্বভাবে কিছুটা কর্কশ, রুক্ষ ও উদ্ধত।

(১০) থুতনির নীচে যে কোন দিকে তিল থাকলে এঁরা বৃদ্ধ বয়সে সুখী ও শান্তিপূর্ণ জীবনের অধিকারী হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mole Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE