Advertisement
১৮ সেপ্টেম্বর ২০২৪

আপনার জন্মতারিখ বলে দেবে আপনার ভবিষ্যৎ

আপনার বার্থডে নাম্বার যদি ‘৬’ হয়ে থাকে, তবে দেখে নিন এই নাম্বারটি আপনার জীবনে কিরূপ প্রভাব বিস্তার করছে

পার্থ প্রতিম আচার্য্য 
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০০:০৭
Share: Save:

নিজের নিউমেরোলজিক্যাল ভাইব্রেশন স্ট্রং করার জন্য আমরা নিজের নামের আলফাবেট পরিবর্তন করতে পারি কিন্তু নিজের বার্থডে পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং এই নাম্বারটির প্রভাব অপরিসীম। সারা জীবন এই নাম্বারের প্রভাব কাজ করে। আপনার বার্থডে নাম্বার যদি ‘৬’ হয়ে থাকে, তবে দেখে নিন এই নাম্বারটি আপনার জীবনে কিরূপ প্রভাব বিস্তার করছেঃ—
জন্মতারিখ ৬ হলেঃ
১। এরা খুবই পরিবারকেন্দ্রিক হয়।
২। জীবনে সব সময় এদের ব্যালেন্স করে চলতে হয়।
৩। এরা খুবই দায়িত্বশীল প্রকৃতির হয়ে থাকে।
৪। জীবনে এরা সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়।
৫। প্রয়োজনে সব সময় এরা অন্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদের সাহায্যের জন্যে এরা আত্মসুখ বিসর্জন দিতেও প্রস্তুত থাকে।
৬। এরা খুবই দয়ালু প্রকৃতির হয়।
৭। এদের চরিত্রের খুব বড় গুণ সকলের সাথে মানিয়ে চলা। অবশ্য কখনও কখনও এরা একটু জেদী হয়ে ওঠে, অন্যদের সাথে তর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে।
৮। এদের মধ্যে একটা শিল্পীসত্তা আছে, যা পরিশ্রমের দ্বারা আরও উন্নত করা উচিত।
৯। প্রফেশন হিসেবে মেডিকেল, টিচিং এদের জন্য ভালো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Birthday Future Luck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE