Advertisement
০২ মে ২০২৪
Astro Tips

অম্বুবাচী চলাকালীন গাছ কাটা অশুভ, তিথি শেষের আগে আর কী কী করতে নেই জানেন কি?

অম্বুবাচী তিথিতে জ্যোতিষশাস্ত্র মতে কিছু কাজ করার কথা। এ সময়ে কিছু কাজ না করার কথাও উল্লেখ করা হয়েছে।

Image tree cutting.

অম্বুবাচী চলাকালীন গাছ কাটবেন না। ছবি: সংগৃহীত।

শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৮:০২
Share: Save:

২২ জুন ২০২৩ বৃহস্পতিবার অম্বুবাচী তিথি শুরু হয়েছে। ২৬ জুন, সোমবার অম্বুবাচী তিথি শেষ হবে। আমাদের প্রায় সকলেরই জানা যে অম্বুবাচী আষাঢ়ের ৭ তারিখে শুরু হয় এবং ১০ তারিখে শেষ হয়। এই বিশেষ তিথিতে জ্যোতিষশাস্ত্র মতে কিছু কাজ করার কথা এবং কিছু কাজ না করার কথা উল্লেখ করা হয়েছে।

দেখে নেব অম্বুবাচীতে কী কাজ করতে হয়?

১) অম্বুবাচী তিথি চলাকালীন সাধ্য মতো কিছু জিনিস পুরোহিতকে দান করুন।

২) যাঁদের দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, এই তিথি চলাকালীন তাঁরা অবশ্যই নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শণ করুন।

৩) অম্বুবাচীতে যত বার সম্ভব নিজের ইষ্ট মন্ত্র যপ করুন। যাঁদের দীক্ষা হয়নি, তাঁরা নিজের নিজের ইষ্ট দেবতার নাম যপ করুন।

৪) যারা অম্বুবাচী পালন করছেন, এমন তিন জন বা পাঁচ জনকে কিছু ফল দান করুন।

৫) এই তিথি চলাকালীন অবশ্যই আম এবং দুধ একত্রে মিশিয়ে সেবন করুন।

অম্বুবাচীতে কী কাজ করতে নেই?

১) অম্বুবাচী চলাকালীন ঠাকুরের নিত্য পুজো করলেও, ঠাকুরের কাছে কোনও প্রকার মন্ত্র উচ্চারণ করতে নেই। কেবল মাত্র ধূপ-দ্বীপ দেখিয়ে প্রণাম করতে হয়।

২) এই তিথি চলাকালীন কোনও ভাবে মাটিতে আঘাত করতে নেই।

৩) এই সময়ে একেবারেই গাছ কাটা যাবে না।

৪) এই তিথিতে কোনও শুভ কাজ করতে নেই।

৫) অম্বুবাচীতে কখনও টাকা ধার দেওয়াও যাবে না এবং নেওয়াও যাবে না।

৬) এই সময়ে কোনও ঠাকুরের কাছে কিছু মানসিক করতে নেই।

৭) যদি খুব প্রয়োজন না থাকে, তা হলে এই সময়ে কোথাও ভ্রমণ করতে নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astro Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE