নতুন বাড়ির কাজ শুরু, গৃহপ্রবেশ, নতুন শিল্প শুরু, জমি কেনাবেচা ইত্যাদি কাজ জীবনেরই অঙ্গ। এক এক ধরনের কাজের জন্য বিশেষ দিন, মাস, বার, মুহূর্ত এবং গ্রহের অবস্থান বিশেষ ফল দান করে। শাস্ত্রমতে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজ করলে বা কাজ শুরু করলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সফলতা প্রাপ্তির জন্য শুভ দিন দেখে কাজ করা হয় বা কাজ শুরু করা হয়। ফাল্গুন বাংলার একাদশ মাস। এই মাসে সূর্য অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ শনির ক্ষেত্রে।
গৃহারম্ভ ও গৃহপ্রবেশের শুভ দিন:
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।
আরও পড়ুন:
শিল্পারম্ভের শুভ দিন:
৫ ফাল্গুন, ১৭ ফেব্রুয়ারি, সোমবার
২২ ফাল্গুন, ৬ মার্চ, বৃহস্পতিবার।
২৩ ফাল্গুন, ৭ মার্চ, শুক্রবার।
২৬ ফাল্গুন, ১০ মার্চ, সোমবার।
জমি কেনাবেচার শুভ দিন:
১ ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।