বহু মানুষই শরীরের নানা অংশে কালো সুতো বাঁধেন। মনে করা হয় যে, কালো সুতো বাঁধলে নিজেকে কুনজর থেকে রক্ষা করা যায়। যদিও কালো সুতো আমাদের খারাপ নজর থেকে রক্ষা করা ছাড়াও আরও নানা দিক থেকে উপকার করে। তবে শাস্ত্র জানাচ্ছে, শরীরের কোন অংশে কালো সুতো বাঁধছেন সেটির উপর নির্ভর করে আপনি কেমন ফল পাবেন। জেনে নিন কোন অংশে কালো সুতো বাঁধার উপকারিতা কী।
আরও পড়ুন:
শরীরের কোন অংশে কালো সুতো বাঁধলে কী হয়?
কোমর: কালো সুতো কোমরে বাঁধলে শনিদেবের কৃপা লাভ করা যায়। এর ফলে দীর্ঘায়ু লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এরই সঙ্গে স্বাস্থ্যেরও উন্নতি ঘটে।
গলায়: গলায় কালো সুতো পরলে নিজেকে নজরদোষ থেকে বাঁচানো যায়। এরই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটে। আটকে থাকা কাজও সহজেই মিটে যায়।
আরও পড়ুন:
বাঁ হাত: মেয়েদের বাঁ হাতে কালো সুতো পরা শুভ বলে মনে করা হয়। তবে ছেলেদের ক্ষেত্রে এটি শুভ নয়। মেয়েরা বাঁ হাতে কালো সুতো পরলে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।
ডান হাত: ছেলেদের ক্ষেত্রে ডান হাতে কালো সুতো পরা শুভ। এতে তাঁদের দৈবশক্তির সঙ্গে সংযোগ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এর ফলে যে কোনও দুর্ঘটনা থেকে এঁরা সহজেই নিজেদের রক্ষা করতে পারেন।
আরও পড়ুন:
পা: বহু মানুষই পায়ে কালো সুতো পরেন। পায়ে কালো সুতো পরা উচিত কাজ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। কালো শনিদেবের প্রিয় রং। সেই কারণে এই সুতোকে পায়ে রাখা উচিত নয়। তবে একান্তই পরতে হলে জ্যোতিষীর পরামর্শ নিয়ে পরা উচিত।