Advertisement
E-Paper

লাইফ এক্সপ্রেশান সংখ্যা আপনার সম্বন্ধে কী বলে দেখে নিন

যাদের লাইফ এক্সপ্রেশান সংখ্যা ৭- সাত হচ্ছে চিন্তার দিক থেকে জটিল এবং বিশ্লেষণী সংখ্যা যার দ্বারা এরা জীবনের সেই সব শ্বাশত প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সেখানে আছে দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব ইত্যাদি।

অসীম সরকার

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০০:০০

যাদের লাইফ এক্সপ্রেশান সংখ্যা ৭- সাত হচ্ছে চিন্তার দিক থেকে জটিল এবং বিশ্লেষণী সংখ্যা যার দ্বারা এরা জীবনের সেই সব শ্বাশত প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সেখানে আছে দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব ইত্যাদি।

এদের চিন্তাশক্তি পরিষ্কার এবং সিদ্ধান্তগুলি একমুখী। অনেকেই এদের ভাবনা বা কাজের প্রতি নিষ্ঠা দেখে হিংসা করে থাকে। রহস্য ও গুপ্তবিদ্যা এদের খুব টানে। যা কিছু রহস্যময় তাই এদের ভীষণ ভাবে টানে। এদের প্রকৃতিটাই এমন।

ছয় যেমন একাকিত্ব চায় না, সাত কিন্তু ঠিক তার উল্টো। এরা নিরালা, একাকিত্বের জীবন পছন্দ করে। এরা ধ্যানী হয়। ট্রাসিডেন্টাল মেডিটেশানের মাধ্যমে সমাধির গভীরে যেতে চায়। একাকিত্ব পছন্দ করলেও এরা সমাজের উন্নতির জন্য গবেষণা করে থাকে।

মিস্টিকরা সাত-কে জাগতিক সংখ্যার মধ্যে ফেলে না। এই সংখ্যা আধিভৌতিক, দৈবিক বা আধ্যাত্মিক সংখ্যার মধ্যে পড়ে। এই সংখ্যার লোকেরা পরের জন্য, সমাজের জন্য কাজ করে। এরা মূল্য বা পুরস্কার পাওয়ার জন্য কোনও কাজ করে না। এরা অন্তরের ডাকে চলে।

অনেকে সাত-কে বিবেচনা করে স্বর্গ ও পৃথিবীর মধ্যে যোগাযোগকারী সংখ্যা হিসেবে। ইহুদি ও খ্রিস্টান মিস্টিকরা সাতকে ঈশ্বর সংখ্যা বলে অভিহিত করেন।

আরও পড়ুন: আপনার লাইফ এক্সপ্রেশন নম্বর কিএ ৫ বা ৬? জানেন কী হয় তাতে?

এই সংখ্যার জাতক/জাতিকাদের যেসব পেশায় নিয়োগ হতে দেখা যায়, সেগুলি হল, শিক্ষাবিদ, দার্শনিক, গবেষণা, বিজ্ঞানী, চিন্তাবিদ, অধ্যাপক, তদন্তকারি, উকিল, ইঞ্জিনিয়র ইত্যাদি।

যাদের লাইফ এক্সপ্রেশান সংখ্যা ৮- সাত যেমন নানা অর্থে জাগতিক সংখ্যা নয়, ঠিক একই ভাবে বিপরীত দিক থেকে আট পুরোপুরি জাগতিক সংখ্যা। এই সংখ্যার জাতক/জাতিকার প্রধান লক্ষ্য অর্থ। এরা জাগতিক সাফল্য ছাড়া অন্য কিছু বোঝে না। তাই অর্থ, সম্পদ ও ক্ষমতা লাভই এদের লক্ষ্য। এরা জীবনের শেষ দিন পর্যন্ত সেই লক্ষ্যে এগিয়ে চলে। এরা যত বার জন্ম নেয়, তত বারই অর্থ রোজগার করা এদের লক্ষ্য থাকে। এরা অর্থ রোজগারের জন্যে ভয়ানক কষ্ট স্বীকার করে যেটা আর কোনও সংখ্যার জাতক/জাতিকারা করে না। এরা মনে করে জগতে প্রেম, ভালবাসা, সম্পর্ক, সব মূল্যহীন, যদি না অর্থ থাকে। এরা মনে করে অর্থ আছে বলেই এরা সকলে আছে।

তাই, ভাল ব্যাঙ্কার, স্টক ব্রোকার, শিল্পপতি, পুঁজিপতি, ব্যবসায়ীদের প্রায় সবাই আট সংখ্যার হয়ে থাকে। চিনে আট সংখ্যাকে অতি শুভ সংখ্যা হিসেবে দেখা হয়।

কিরো আট সংখ্যাকে ‘দুর্ভাগ্যের সংখ্যা’ বলেছেন। কারণ আট সংখ্যার জীবনে যত রকম দুর্ভাগ্য যোগ আছে তার সবগুলিই প্রায় নেমে আসে। এই দুর্ভাগ্য যোগের কারণ জগতে অর্থ বাদে আর যা কিছু আছে তার মূল্য এরা শুধুমাত্র অর্থ দিয়ে বিচার করে বলে।

যেহেতু জাগতিক সংখ্যা, তাই আট সংখ্যার লোকেরা যে কোনও সংগঠন, ব্যাঙ্ক, বিমা, শিল্প প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, খুব সুন্দর ভাবে চালাতে পারে। এদের মধ্যে প্রচণ্ড সহ্যশক্তি, লেগে থাকার মানসিকতা, বাস্তববোধ প্রবল ভাবে কাজ করে।

যাদের লাইফ এক্সপ্রেশান নম্বর ৯- নয়কে মানবদরদি সংখ্যা বা মানবতাবাদী সংখ্যা বলা হয়ে থাকে। এক থেকে নয়ের মধ্যে নয় শেষ সংখ্যা। তাই নয়ের আগে যত সংখ্যা আছে তাদের থেকে সব ব্যাপারে নয় এগিয়ে, এই ভাবে সংখ্যা বিজ্ঞানে ধরা হয়ে থাকে। নয়কে কেউ কেউ প্রতিভাবানদের সংখ্যা বলে থাকেন।

নয় আবার খুব ভাল ধরনের শিল্পী সংখ্যা। শিল্পের সব শাখায় এদের ব্যুৎপত্তি দেখা যায়। এদের মধ্যে বহু নামকরা অভিনেত্রী বা অভিনেতা, লেখক, গায়ক, দেখা যায়।

নয় বিশেষ ভাবে আদর্শবাদী ও বহুদর্শী সংখ্যা। এরা যা কিছু করে সেটা অন্যের উপকারে লাগবে এই ভেবে করে। অতীত ও ভবিষ্যৎ দু’দিক ভেবে করে।

এরা সেই অর্থে কেরিয়ার মনষ্ক নয়। নয় বিশেষ ভাবে যোগাযোগকারী সংখ্যা। এরা সব সময় মানুষের বিপদে আপদে যোগাযোগ রক্ষা করে চলে। সেই জন্য কোনও অনুষ্ঠানে এরা না থাকলে সেই অনুষ্ঠানের কৌলিন্য থাকে না। নয়ের ভিতর অন্যকে উপকার করার একটা সদিচ্ছা আছে। আর এটা করে এরা এক ধরনের তৃপ্তি অনুভব করে যা অন্য কোনও সংখ্যার ভিতর সে ভাবে দেখা যায় না।

এরা আত্মিক ভাবে আলোকিত। এরা মানবিক। এদের ভিতর জন্মগত ভাবে এমন সব শক্তি বা গুণ রয়েছে, যার দ্বারা বহু সংখ্যক মানুষকে পরিচালিত করতে বা প্রভাবিত করতে পারে। এদের ভিতর জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে।

এরা সমাজদরদী। এরা যে সমাজে বাস করে সেই সমাজ থেকে এরা কখনও নিজেকে আলাদা করে নেয় না। এরা বিশ্বাস করে, প্রত্যেকের অধীকার আছে সুষ্ঠ ও ভাল ভাবে বাঁচার। এরা প্রবল ভাবে গণতন্ত্রের পূজারী।

নয় হচ্ছে সেই সংখ্যা যা দেখে লোকেরা বাঁচার প্রেরণা লাভ করে। নয় মানুষকে বাঁচতে শেখায়।

নীচের তালিকা থেকে লাইফ এক্সপ্রেশান সংখ্যা জেনে নিন।

1=A, J, S 2=B, K, T 3=C, L, U 4=D, M, V 5=E, N, W 6=F, O, X

7=G, P, Y 8=H, Q, Z 9=I, R

এ বার আপনার নামের ইংরাজি বানানের অক্ষর যোগ করে জেনে নিন লাইফ এক্সপ্রেশান সংখ্যা।

Person Life Expression Number Rashi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy