২৭ জ্যৈষ্ঠ, ১১ জুন, বুধবার হল দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব, অর্থাৎ স্নানযাত্রা। এই দিন হল শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। স্নান পর্বের পর তাঁদের গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথদেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। স্নানযাত্রার পর শুরু হয় ‘অনসর’, এই অনসর কালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন।
আরও পড়ুন:
স্কন্দপুরাণ মতে, পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান প্রচলন করেন। আগামী ১১ জুন, ২৭ জ্যৈষ্ঠ, বুধবার দেবস্নান পূর্ণিমা, মহাপ্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে–
পূর্ণিমা তিথি আরম্ভ:
বাংলা- ২৬ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।
ইংরেজি- ১০ জুন, মঙ্গলবার।
সময়– সকাল ১১টা ৩৭ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ:
ইংরেজি– ১১ জুন, বুধবার।
সময়– দুপুর ১টা ১৪ মিনিট।
আরও পড়ুন:
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
পূর্ণিমা তিথি আরম্ভ:
ইংরেজি- ১০ জুন, মঙ্গলবার।
সময়– সকাল ১১টা ৩ মিনিট ২৯ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ:
বাংলা– ২৭ জ্যৈষ্ঠ, বুধবার।
ইংরেজি– ১১ জুন, বুধবার।
সময়– দুপুর ১২টা ৩৭ মিনিট ৫ সেকেন্ড।