আমরা অনেকেই ঘর সাজানোর জন্য দেওয়ালে নানা রকমের ছবি লাগিয়ে থাকি। কিন্তু অনেকেই জানেন না যে, ঘরে টাঙানো ছবি আমাদের ভাগ্য বদলাতে কতটা সাহায্য করতে পারে। এক একটা ছবি আমাদের জীবনে এক এক রকম প্রভাব ফেলে। কিছু ছবি রয়েছে যা আমাদের জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারে, সফলতা এনে দিতে পারে। আবার কিছু ছবি আমাদের দুর্ভাগ্যের কারণ হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সঠিক ছবি যদি ঘরের সঠিক দিক অনুযায়ী লাগানো হয়, তা হলে ভাগ্যকে নিজের দিকে আকর্ষণ করতে খুব একটা সময় লাগবে না।
আরও পড়ুন:
দেখে নেব কোন ছবি কোন দিকে লাগালে জীবনে কী প্রভাব পড়ে:
সাতটা ঘোড়ার ছবি: অনেকেই ঘরে ঘোড়ার ছুটে চলার ছবি লাগাতে পছন্দ করেন। সাতটা ঘোড়া একসঙ্গে ছুটছে, এই ধরনের ছবি যদি ঘরের দক্ষিণ দিকে টানানো হয় তা হলে জীবনে সফলতা আসবে এবং পেশাক্ষেত্রেও উন্নতি ঘটবে।
পদ্মফুল: বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে, ঘরের উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে গোলাপি রঙের পদ্মফুলের ছবি রাখতে পারেন।
আরও পড়ুন:
পাহাড়ের ছবি: ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে যদি পাহাড়ের ছবি লাগানো হয়, তা হলে সুখ-শান্তি, টাকাপয়সা, নাম-যশ প্রভৃতি সব কিছুর স্থায়িত্ব বজায় থাকবে। প্রয়োজনে খুব সহজেই বাড়ির সকলের সহযোগিতা পাবেন।
বুদ্ধদেবের ছবি: বাড়িতে যদি খুব কলহ লেগেই থাকে, তা হলে সেটা কম করার জন্য ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব কোণে বুদ্ধদেবের একটা ছবি লাগিয়ে নিন।