ডিসেম্বর মাসে একের পর এক গ্রহের গোচর হবে। আগামী মাসে গোচর হতে চলেছে রবি গ্রহের। এই কারণে শুরু হতে চলেছে নবপঞ্চম যোগ। এ ছাড়া এই মাসে ধনু রাশিতে তিনটে গ্রহের মিলনের ফলে ১২টি রাশির উপর কমবেশি প্রভাব পড়বে। জ্যোতিষমতে, ডিসেম্বর মাসটি পাঁচটি রাশির জন্য খুবই শুভ ফল বয়ে আনতে চলেছে। এরা ভাসতে চলেছে টাকার জোয়ারে।
আরও পড়ুন:
দেখে নেব কোন কোন রাশির ডিসেম্বর মাসটি ভাল কাটবে:
মেষ: এই রাশির জন্য ডিসেম্বর মাসের প্রথমেই থাকবে দুর্দান্ত সুখবর। এঁরা নিজের দক্ষতায় প্রত্যেক কাজে উন্নতি করতে পারবেন। প্রচুর অর্থ লাভের যোগ রয়েছে। নিজের বুদ্ধি দিয়ে সব কাজে সফলতা পাবেন। সমাজে মানসম্মান, প্রতিপত্তি বাড়বে। ঋণ থাকলে তা মিটে যেতে পারে। তীর্থযাত্রার যোগ রয়েছে।
সিংহ: এই রাশির জন্য ডিসেম্বর মাস খুব শুভ হতে চলেছে। ব্যবসা খুব ভাল চলবে এবং নতুন ব্যবসার সম্ভাবনা রয়েছে। সমাজে নাম-যশ বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। বিদেশে থেকে কাজ করেন যাঁরা, তাঁদের জন্য এই মাসটা খুবই ভাল কাটতে চলেছে।
আরও পড়ুন:
কন্যা: কন্যা রাশির জন্য ডিসেম্বর মাস খুবই শুভ হতে চলেছে। এই মাসে আইনি কোনও কাজ ভাল হবে। তবে এই মাসে নিজের কথা এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। সমাজের কাজে যেতে হতে পারে এবং তাতে সম্মান বৃদ্ধি পাবে।
তুলা: তুলা রাশির জন্যও এই মাসটা বেশ শুভপ্রদ হবে। আর্থিক দিকে উন্নতি থাকবে। চাকরিজীবীদের বেশ ভাল দিক দেখা যাচ্ছে। কোনও প্রভাবশালী মানুষের পরামর্শে জীবনে উন্নতি আসতে পারে। পারিবারিক দিকেও শান্তি থাকবে। পড়ুয়াদের জন্য মাসটা বেশ অনুকূল।
আরও পড়ুন:
মীন: ডিসেম্বরে এই রাশির জন্যও সুখবর অপেক্ষা করছে। এই মাসে বিশেষ কিছু কাজে সাফল্য মিলবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও এই মাস খুবই অনুকূল থাকবে। সন্তান নিয়ে কোনও চিন্তা থাকলে তা দূর হবে। এই মাসে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা থাকলে তাও হতে পারে।