বাড়িতে গাছ রাখলে কেবল শোভা বৃদ্ধি পায় না, বাড়ির হাওয়া-বাতাসও ভাল থাকে। কিছু গাছ বাড়িতে রাখলে নানা দিক থেকে উন্নতি হয়। বাড়ির নেগেটিভ শক্তি হ্রাস হয়, বাস্তুর ভাল হয়। ঠিক তেমনই কিছু গাছ বাড়িতে রাখা উচিত নয়। নির্দিষ্ট কয়েকটি গাছ রয়েছে যেগুলি বাড়িতে রাখলে লাভের বদলে ক্ষতিই বেশি হয়। বাড়ির মঙ্গলসাধনের বদলে সেগুলি বাড়িতে নিয়ে আসে নানা নেগেটিভ শক্তি। যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কছেদ হয়, বাস্তু সংক্রান্তও নানা সমস্যা দেখতে পাওয়া যায়।
কোন কোন গাছ বাড়িতে রাখা যাবে না?
তেঁতুল: বাড়িতে কখনও তেঁতুল গাছ রাখতে নেই। যদি থেকে থাকে, তা হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে তুলে অন্য কোথাও লাগানোর ব্যবস্থা করুন। তেঁতুল গাছের অশুভ প্রভাবের ফলে জীবনে থাকা আর্থিক সমস্যা কখনওই আপনার পিছু ছাড়বে না। বাড়িতে সব সময় একটা দুঃখজনক পরিবেশ থাকবে।
বাবলা: বাবলা গাছও বাড়িতে রাখা উচিত নয়। এতে বাস্তুর ক্ষতি হয়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
রবার: অনেকেই ঘরের ভিতর রবার গাছ রাখতে পছন্দ করেন। ঘরের বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে এই গাছ। কিন্তু বাস্তুর জন্য এই গাছ শুভ নয়। রবার গাছের অশুভ প্রভাবে বাড়ির লোকেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে।
কাঁটাজাতীয় গাছ: বাড়ির জন্য কাঁটাজাতীয় গাছ একদমই শুভ নয়। যদিও এই গাছ বাড়িতে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটায় না, তা-ও এতে থাকা কাঁটা সম্পর্কে ছেদ আনতে পারে বলে মনে করা হয়।
রোজ়মেরি: রোজ়মেরি গাছও আপনার বাড়ির জন্য মোটেই ভাল নয়। এই গাছ আপনার জীবনে দুর্ভাগ্য বয়ে আনতে পারে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
মৃতপ্রায় গাছ: বাড়িতে কোনও গাছ যদি মৃতপ্রায় হয়ে গিয়ে থাকে, তা হলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বাইরে অন্য কোথাও রেখে আসুন। মৃতপ্রায় গাছ বা মৃত গাছ বাড়িতে রাখা একদমই ভাল নয়। এতে বাস্তুর ক্ষতি তো হয়ই, আমাদের মনের উপরও এর খারাপ প্রভাব পড়ে। বাড়িতে রাখা গাছ যদি ঘন ঘন মরে যায় তা হলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্ত বেশি।