২৮ জুন শনিবার এবং ১ জুলাই মঙ্গলবার, ২০২৫ পালিত হবে দেবী বিপত্তারিণীর ব্রত। বিপত্তারিণী ব্রত পালন করলে নিজের এবং সংসারের প্রত্যেককে বিপদ থেকে মুক্ত রাখা যায় বলে মনে করা হয়। বিপদ কখনও বলে আসে না। তাই সংসারকে বিপন্মুক্ত করতে মা-বোনেরা এই বিপত্তারিণী ব্রত পালন করেন। এই ব্রত করলে জীবনে নানা ধরনের বিপদ বা সঙ্কটের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে কেবল ব্রত পালন করলেই হবে না, এই দিন বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। এ ছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু টোটকা পালন করতে পারলে জীবনে আরও ভাল ফল পাওয়া যায়।
টোটকা:
১) এই ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আমিষ খাওয়া যাবে না।
২) পুজোর সময় ১৩টা করে ফল ও ১৩টা ফুল নিবেদন করতে হবে। এ ছাড়া, লাল সুতোয় ১৩টা গিট দিয়ে তাতে ১৩টা দূর্বা বাঁধতে হবে। এই সুতো পুজোর শেষে ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বেঁধে নিতে হবে। বাড়ির সকল সদস্যকেই এই লাল সুতো পরতে হবে।
৩) ব্রত যাঁরা করেন, তাঁরা এই দিন চালের কিছু খেতে পারবেন না। উপবাস রেখে ব্রত পালন করতে হবে। প্রসাদ গ্রহণের পর ১৩টি লুচি খেতে হবে।
৪) ব্রতপালনের পর ব্রতকথা শোনা আবশ্যক। নচেৎ ব্রতপালনের পূর্ণ উপকারিতা পাওয়া যাবে না। পুষ্পাঞ্জলিও দিতে হবে।
৫) পুজোর সময় কর্পূর সহকারে আরতি করতে হবে।
৬) এই দিন বাড়ি থেকে কোনও ভাবে কাউকে চিনি ধার দেবেন না।
৭) লাল জামা পরে এই পুজো করতে পারলে খুব ভাল হয়।
৮) এই পুজোয় একটা শিষযুক্ত ডাব অবশ্যই অর্পণ করুন।
৯) এই দিন বাড়ির মহিলাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করুন, এঁদের অপমান করা বা কুবাক্য বলা থেকে বিরত থাকুন।