সকলেই সাফল্যের চূড়ায় পৌঁছোতে চান। সেই কারণে প্রয়োজনীয় পরিশ্রমও করেন। কিন্তু তা-ও অনেক সময় দেখা যায় প্রচুর খাটনির পরেও উপযুক্ত ফল লাভ হচ্ছে না। সাফল্যের পথে একের পর এক বাধা চলেই আসছে। বহু চেষ্টা করেও সেই সকল বাধাকে কাটিয়ে সফলতার শিখরে পৌঁছোনো যাচ্ছে না। সেই অবস্থায় মন ভেঙে যায়। বহু মানুষই এই কঠিন সময়ে হাল ছেড়ে দেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এ রকমটা কেন হয়?
আরও পড়ুন:
-
অগস্টের শেষ সপ্তাহে সকলেরই প্রাপ্তির ভাগ্য নড়বড়ে! সপ্তাহের কোন সময়ে লটারি কেটে লাভবান হবেন দেখে নিন
-
দুর্গার আগমনের মাসেই ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কবে সেই বিশেষ দিন? গ্রহণের সময়কাল কখন? ভারত থেকে দেখা যাবে কি?
-
বিলাসিতা, কূটকচালি না-পসন্দ, ‘স্বচ্ছ জলের’ মতো জীবনে কাগজের নৌকোর মতো ভাসতে পছন্দ করেন পাঁচ রাশি!
দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই আমরা নানা ভুল করে বসি। যার ফলে নানা গ্রহ বা দেবতারা আমাদের উপর রুষ্ট হন। এর ফলে সফলতার পথে নানা প্রকার বাধার সম্মুখীন হতে হয়। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ের কথা বলা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। জেনে নিন সেটি কী।
আরও পড়ুন:
-
কিছু রাশির সঙ্গে কিছু রাশির সম্পর্ক আদায়-কাঁচকলায়! বিয়ে, বন্ধুত্ব বা ব্যবসা, একসঙ্গে কোনওটাই হয় না এঁদের
-
বুধের তাণ্ডবে ঘটে ঘোর অমঙ্গল! পেশা থেকে সম্পর্ক, সব তছনছ হয়ে যায়, বিশেষ চার টোটকায় রেহাই পাওয়া সম্ভব
-
ভাগ্যের বেহাল দশা? হাল ফেরাবে বিশেষ দুই সংখ্যা, বলবান হবে রবি ও শুক্র, নাম-যশ-অর্থের অভাব হবে না
উপায়:
প্রতি সপ্তাহের বুধবার করে উপায়টি পালন করতে হবে। প্রথমত, শৌচাগার নোংরা রাখা যাবে না। প্রতি দিন শৌচাগার পরিষ্কার করতে না পারলেও, প্রতি বুধবার করে অবশ্যই শৌচাগার পরিষ্কার করতে হবে। এরই সঙ্গে একটা কাচের বাটিতে আট-দশটি লবঙ্গ নিয়ে সেটির মধ্যে কিছুটা ফটকিরি দিয়ে শৌচাগারে রেখে দিয়ে হবে। প্রতি সপ্তাহে পুরনো লবঙ্গ ও ফটকিরি ফেলে দিয়ে, বাটি ধুয়ে নতুন করে লবঙ্গ ও ফটকিরি রাখতে হবে। টানা দু’মাস এই উপায়টি পালন করতে হবে। সফলতার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে।