Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিভিন্ন ভাবে গুরুচন্ডালী যোগ

প্রথম ভাবে বা লগ্ন ভাবে গুরুচন্ডালী বা রাহু বৃহস্পতি থাকলে জাতক জাতিকা বড় হৃদয়বান হন এবং উদার মনের মানুষ হন। এখানে কেতু বৃহস্পতি জাতক জাতিকাকে সুখী জীবন দেয়।

অসীম সরকার
শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০০:০১
Share: Save:

• প্রথম ভাবে বা লগ্ন ভাবে গুরুচন্ডালী বা রাহু বৃহস্পতি থাকলে জাতক জাতিকা বড় হৃদয়বান হন এবং উদার মনের মানুষ হন।

এখানে কেতু বৃহস্পতি জাতক জাতিকাকে সুখী জীবন দেয়।

• দ্বিতীয় ভাবে গুরুচন্ডালী যোগ বা রাহু বৃহস্পতি থাকলে জাতক জাতিকা অপরকে সহায়তা দেয়। বিপদে সাহায্য করে থাকে। গরিব দুঃখীকে অন্ন-বস্ত্র দান করে থাকে।

এখানে কেতু-বৃহস্পতি সহানুভূতি সম্পন্ন করে তোলে।

• তৃতীয় ভাবে গুরু-চন্ডালী যোগ বা রাহু-বৃহস্পতি অবস্থান করলে জাতক জাতিকা সাহসী ও চালাকী পূর্ণ কথাবার্তা বলে থাকে। কথার মধ্যে ছলনা থাকে।

এখানে কেতু-বৃহস্পতি মাঝে মধ্যে বিশ্বস্থ বন্ধু করে তোলে কিন্তু ক্ষেত্রবিশেষে জাতক জাতিকা নিষ্ঠুরতাপূর্ন আচরণ করে থাকে।

• চতুর্থ ভাবে গুরুচণ্ডালী যোগ রাহু বৃহস্পতি থাকলে খুব ভাল ফল দিয়ে থাকে।

এখানে কেতু বৃহস্পতি জাতক জাতিকা বিদ্বান, জ্ঞানী ও পণ্ডিত হয়।

• পঞ্চম ভাবে গুরু-চন্ডালী বা রাহু-বৃহস্পতি থাকলে জাতক জাতিকা নেতা বা ভাল প্রশাসক হয়ে থাকে।

এখানে কেতু বৃহস্পতি জাতক জাতিকাকে শাস্ত্রবেত্তা ও জ্ঞানী করে তোলে। এদের সন্তান মনের মত আচরণ করে না।

• ষষ্ঠ ভাবে গুরুচন্ডালী বা রাহু-বৃহস্পতি জাতক জাতিকা ভাব খাও, দাও ও ফুর্তি কর।

এখানে কেতু-বৃহস্পতি থাকলে জাতক ভাল, সুখী জীবন-যাপন করে থাকে।

• সপ্তম ভাবে গুরু-চন্ডালী যোগ বা রাহু বৃহস্পতি যৌবন কালে সুখী জীবন-যাপন করে থাকে। তার বাবা অথবা শ্বশুর মহাশয় যে কেউ একজন বেঁচে থাকবেন। যদি দুজনেই বেচে থাকেন তবে একজন অবশ্যই হাঁপানি রোগে ভুগবেন।

এখানে কেতু- বৃহস্পতি অবস্থান করলে জাতক জাতিকা কৃচ্ছসাধণ পূর্বক কপর্দকহীন সাধু হয়ে থাকেন।

• অষ্টম ভাবে গুরু-চণ্ডালী বা রাহু-বৃহস্পতি থাকলে জাতক অতি সাধারণ জীবনযাপন করে থাকেন। অন্য দিকে কেতু-বৃহস্পতি থাকলে জাতক অলস ও কর্মবিমুখ হয়ে দারিদ্রভাবে দিন কাটায়।

• নবম ভাবে গুরুচন্ডালী বা রাহু-বৃহস্পতি থাকলে জাতক জাতিকা মানসিক শক্তি বেশী থাকে। এরা অসৎ প্রকৃতির হয়ে থাকে। ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হতে হয়।

• দশমে গুরুচন্ডালী যোগ বা রাহু- বৃহস্পতি থাকলে জাতক কিছুটা নাস্তিক গোছের জীবন যাপন করে থাকে।

এখানে কেতু-বৃহস্পতি থাকলে জাতক পিতামাতার কাছ থেকে বিশেষ কিছুই পায় না।

• একাদশে গুরুচণ্ডালী বা রাহু বৃহস্পতি থাকলে জাতক আর্থিক ভাবে লাভবান হয়ে থাকলেও, সে অনেককে প্রতারণা করে থাকে।

এখানে কেতু বৃহস্পতি ওই একই ফল দেয়।

• দ্বাদশে গুরুচন্ডালী বা রাহু বৃহস্পতি থাকলে জাতক ভোগী, কর্মদক্ষ ও বুদ্ধিমান হয়। এখানে কেতু বৃহস্পতি জাতককে ধ্যানী করে তোলে এবং আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guru Chandal Yog different type Effects astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE