Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাংসারিক অশান্তি? বাড়িতে এই গাছগুলি নেই তো?

দেখে নেওয়া যাক কোন গাছ বাড়িতে থাকলে আমাদের জীবনে কী রূপ প্রভাব বিস্তার করে

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

মানুষের সাংসারিক জীবনের শান্ত-অশান্তি, সুখ-দুঃখের সঙ্গে গাছপালা যে কত নিবিড় ভাবে জড়িয়ে আছে, তা আমাদের অনেকেরই ধারণাতীত। এমন বেশ কিছু গাছ আছে, যেগুলো বাড়িতে থাকলে মানুষের অজ্ঞাতেই কোনও না কোনও ভাবে শান্তি বা অশান্তির কারণ হয়ে ওঠে।

এখন দেখে নেওয়া যাক কোন গাছ বাড়িতে থাকলে আমাদের জীবনে কী রূপ প্রভাব বিস্তার করে-

১। বেল বা নারকেল গাছ শিবের প্রতিরূপ। এই গাছ বাড়িতে থাকলে অন্যান্য কোনও অশান্তি থাকলেও অর্থ, অন্ন ও বস্ত্রের কষ্ট জীবনে থাকে না। কিন্তু কেটে ফেললে হয় সংসার ভাঙবে, না হলে দারিদ্রতা আসবে কিংবা পরিবারে কারও মৃত্যু শোকাহত করবে।

২। সুমিষ্ট ফলের গাছ, যেমন আম, কালোজাম, জামরুল, পেয়ারা, নারকেল, আঁশফল প্রভৃতি গাছ সুখ, সমৃদ্ধির কারণ।

আরও পড়ুন: জন্মদিন অনুযায়ী কে কেমন প্রকৃতির প্রেমিক

৩। লতানো গাছের মধ্যে লাউ, কুমড়োও সুখ, সমৃদ্ধির কারণ।

৪। বাড়িতে আম, কাঁঠাল, লেবু, বেল, কুল গাছ সীমানার ডানদিকে থাকলে বন্ধু, পুত্র-পৌত্রাদি বৃদ্ধি করে এবং সঙ্গে দৈনন্দিন সুখ ও সৌভাগ্য লাভ হয়।

৫। কালোজাম ও আনারস গাছ বাড়ির পূর্ব অথবা দক্ষিণ সীমানায় থাকলে আত্মীয়-কুটুম্ব, বন্ধু-বান্ধব দিনে দিনে বৃদ্ধি পায়।

৬। বাড়ির পূর্ব দিকে চাঁপা ফুলের গাছ থাকলে আজীবন লক্ষ্মী বাঁধা থাকে, গৃহীর সৌভাগ্য ও মানসিক আনন্দ বৃদ্ধি করে।

৭। উত্তর-পূর্বে করবী ফুলের গাছ থাকলে স্বয়ং নারায়ণের বসতি হয় বাড়িতে।

৮। বাড়ির আশেপাশে তেঁতুল, বট, শিমুল ও বাঁশ গাছ গৃহস্থের উন্নতিতে বিঘ্ন ঘটায়।

৯। সব সময় রোগভোগ ও অশান্তি লেগেই থাকে যদি বাড়িতে খেজুর, পলাশ, ডুমুর, কাঞ্চন, মনসা, সপ্তপর্ণী, বয়রা, হরিতকী, ধুতরা এবং যে কোনও ধরনের কাঁটাযুক্ত গাছ থাকে।

১০। যে কোনও শুকনো গাছ অর্থনাশক ও বিঘ্নকারক। অগ্নিকাণ্ডের ভয় ও কারক।

১১। বাড়ির পূর্ব দিকে অশ্বত্থ গাছ এবং পশ্চিম দিকে বটগাছ দীর্ঘস্থায়ী আইন সংক্রান্ত মামলা মোকদ্দমার কারক।

বসতবাড়িতে বড় গাছ না লাগিয়ে ছোট গাছ বা পাতাবাহারি গাছ লাগানো ভাল। কারণ তা ক্ষতিকর চৌম্বকীয় তরঙ্গ, মহাজাগতিক রশ্মি ইত্যাদি শোষণ করতে পারে। মানিপ্ল্যান্ট, মনেসটরা, ফার্ণ, ডিফেনবেচিয়া, ছোট পাম, ফ্রোটন, ড্রেসেনা, ছোট বাঁশ ইত্যাদি গাছ ঘরের শোভা বর্ধনের সঙ্গে সঙ্গে ঘরের ভিতরের টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কম্পিউটার ইত্যাদি থেকে উদ্ভুত ক্ষতিকর রশ্মি থেকে মানুষকে অনেকাংশে রক্ষা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

House Home Rashi Plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE