Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সৌভাগ্যের চাবিকাঠি ঘোরাতে ঘড়ি কতটা সাহায্য করে?

বাড়ির সুখশান্তি ও আর্থিক সমৃদ্ধির উন্নতি ঘটাতে ঘড়ি ঠিক দেওয়ালে রাখা আবশ্যক। ঘড়ি ঘরের ভুল জায়গায় থাকলে বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। ঘড়ি ঠিক দিকে রাখার ওপর নির্ভর করে বাড়ির সুখশান্তি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

বাড়ির সুখশান্তি ও আর্থিক সমৃদ্ধির উন্নতি ঘটাতে ঘড়ি ঠিক দেওয়ালে রাখা আবশ্যক। ঘড়ি ঘরের ভুল জায়গায় থাকলে বাড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। ঘড়ি ঠিক দিকে রাখার ওপর নির্ভর করে বাড়ির সুখশান্তি। দেখে নেওয়া যাক কোন দেওয়ালে ঘড়ি রাখলে বাড়িতে সুখের বার্তা আসে:

• দরজার মাথায় ঘড়ি: দরজার মাথায় ঘড়ি রাখা একদম উচিত নয়। বিশেষ করে বাড়ির সদর দরজার মাথায় তো একদমই নয়। ঘড়ি দরজার মাথায় রাখা পুরোপুরি নিষিদ্ধ।

• শোবার ঘরে কোন দেওয়ালে ঘড়ি রাখতে হবে: শোবার ঘরের পূর্ব দিকে ঘড়ি রাখা খুব ভাল। তবে যদি কোনও কারণে তা সম্ভব না হয়, তা হলে উত্তর দিকে রাখাস যেতে পারে।

• নষ্ট হয়ে যাওয়া ঘড়ি: নষ্ট বা খারাপ ঘড়ি ঘরে রাখা খুব বেশি অশুভ বলে মনে করা হয়। যত তাড়াতাড়ি সম্ভব নষ্ট ঘড়ি ঠিক করার ব্যবস্থা করতে হবে নয়তো সে ঘড়ি ফেলে দেওয়াই ভাল।

• বিছানার পাশে: দাম্পত্য সুখ বজায় রাখতে বিছানার কাছে ঘড়ি রাখা একেবারে অনুচিত। এতে একে অপরের মধ্যে দূরত্ব বাড়ে এবং সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়।

আরও পড়ুন: রান্নাঘরে কোন দিকে মুখ করে রান্না করলে সুখশান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে

• কোন ঘড়ি ভাল: পেন্ডুলামযুক্ত ঘড়ি যদি বাড়িতে রাখা যায়, তা হলে খুব ভাল ফল দেয়। এতে গৃহের শান্তি বজায় থাকে।

• কোন দেওয়ালে একদম রাখা যাবে না: ঘরের দক্ষিণ দেওয়ালে কোনও মতে ঘড়ি রাখা ঠিক নয়। এতে গৃহে সুখ শান্তি প্রবেশে বাধা পায়।

• পশ্চিম দেওয়ালে ঘড়ি: পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যায়, তবে একটার বেশি রাখা যাবে না। পশ্চিম দেওয়ালে ঘড়ি বাড়ির সদস্যদের মনে ইতিবাচক ভাবনার সঞ্চার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

watch Rashi Good fortune
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE