Advertisement
২১ মে ২০২৪

কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে জন্ম হলে কেমন ফল হয়

এই নক্ষত্রের তিন ভাগ, যেমন মিথুন রাশি, এক ভাগ অর্থাৎ শেষ ভাগ কর্কট রাশি।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

পুনর্বসু নক্ষত্র

এই নক্ষত্রের তিন ভাগ, যেমন মিথুন রাশি, এক ভাগ অর্থাৎ শেষ ভাগ কর্কট রাশি।

কর্কট রাশির স্বক্ষেত্র চন্দ্রের।

জাতকের কপাল খণ্ডকৃতির ন্যায়। দেব এবং গুরুজনপ্রিয়, পিতামাতার ওপর ভক্তি, সুখী, সর্বজনপ্রিয়, পরিপক্ক বুদ্ধি, চক্ষুরোগী, বাতদেহী, ধনী, বুদ্ধিজীবী, মনীষী, দীর্ঘদন্ত, সুন্দর রোমাঙ্গদেহ, কথাবার্তা, বিদ্যায় গুণী, সর্বদাসুখী।

এখন দেখে নেওয়া যাক পুনর্বসু যুক্ত কর্কট রাশির জাতক/জাতিকার জীবনে কোন কোন বর্ষে প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্যণীয়—

৩ বছর ১১ মাস ৭ দিনে কষ্টদশা।

৮ বছর ৪ মাস ১ দিনে চন্দ্ররিষ্টি (চন্দ্র দুর্বল থাকলে)।

১১ বছর ৯ মাস ১৮ দিনে পেটের বেদনা ভয়।

১৮ বছর ৯ মাস ১ দিনে বেদনা ভয়।

২৫ বছর ৯ মাস ১৫ দিনে সর্প ভয়।

৩৬ বছর ৩ মাস ১৮ দিনে জ্বর।

৪৬ বছর ৪ মাস ৬ দিনে বাতরোগ।

৭৫ বছর ৩ মাস ৭ দিনে কাশভয়।

আষাঢ় মাসে শুক্লা দ্বাদশীতে, শনিবার বিশাখা নক্ষত্রে গোধূলিতে মৃত্যুতুল্য ব্যধি। আয়ুবিচার আবশ্যক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rashi Cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE