Advertisement
১৮ মে ২০২৪

পুষ্যা নক্ষত্রে জন্ম হলে কেমন ফল পাওয়া যায়

পুষ্যা নক্ষত্রের আকৃতি— পুষ্যা নক্ষত্র দুটো নক্ষত্রযুক্ত, গাভীর বাঁটের মতো আকৃতি। পাঁচটি রেখাযুক্ত ললাট, হস্তির মতো কপাল।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

পুষ্যা নক্ষত্রের আকৃতি— পুষ্যা নক্ষত্র দুটো নক্ষত্রযুক্ত, গাভীর বাঁটের মতো আকৃতি। পাঁচটি রেখাযুক্ত ললাট, হস্তির মতো কপাল।

চরিত্র— দয়াশীল, বসনভুষণে রুচিশীল, হৃদয়ক্লেশ পরায়ণ, বালকত্ব স্বভাব, দারিদ্র্য দোষযুক্ত, (বর্তমান সমাজে এককালীন চার ভার্যা আইনবিরুদ্ধ। এখানে এক ভার্যা আইনসম্মত। এখানে এক ভার্যা ধরে, বাকি তিন ভার্যা চরিত্রের ওপরে বিচার্য। যদি জন্ম গ্রহ সংস্থানে চরিত্র দোষ থাকে) প্রবাসী, চক্ষুরোগী, পরিপক্ক বুদ্ধি, পুত্রবান, তিন পুত্রহানী, ধর্মে ভক্তি, সত্যবাদী, দীর্ঘ কেশী, হস্তে মৎস চিহ্ন, সুন্দর দন্ত, আমবাতী দেহী, কৃষিকর্ম প্রিয়, বাচাল সকল কর্মে সমর্থ।

এখন দেখে নেওয়া যাক পুষ্যা নক্ষত্রের জাতক/জাতিকার জীবনে কোন বর্ষে কী ঘটনা ঘটতে পারে—

৩ বছর ১৫ দিনে কষ্টদশা।

৭ বছর ৭ মাস ৭ দিনে মঙ্গলরিষ্টি (মঙ্গল জন্মগ্রহ সংস্থানে দুর্বল থাকলে)।

৮ বছর ৩ মাস ১৬ দিনে বসন্ত রোগ।

১৮ বছর ১০ মাস ১৫ দিনে দেহ পীড়া।

২২ বছর ১১ মাস ১ দিনে সর্পভয়।

২৫ বছর ৮ মাস ১১ দিনে জ্বর ভয়।

৪২ বছর ১ মাস ২ দিনে পেটের বেদনা।

অগ্রহায়ণ মাসে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রবিবারে কৃত্তিকা নক্ষত্রে, দিবা ৫ দণ্ড মৃত্যুভয়, বয়সের উল্লেখ নেই। আয়ু বিচার আবশ্যক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Rashi Pushya star
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE