Advertisement
E-Paper

কেবল বৃহস্পতিই নয়, দেবী লক্ষ্মীর বিভিন্ন রূপের সঙ্গে সম্পর্কিত রাশিচক্রের প্রতিটি গ্রহ! সঠিক প্রতিকার পালনে লাভ হবে ধনদেবীর কৃপা

সম্পদ থেকে বিদ্যা, দেবী লক্ষ্মীর কৃপায় লাভ হয় সবই। কোন গ্রহের সঙ্গে দেবীর কোন রূপের সম্পর্ক রয়েছে জেনে নিন।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৫:২৯
maa lakshmi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, মা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। আমাদের সাধারণ ধারণা অনুযায়ী, সম্পদ মানেই বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। শাস্ত্রমতে দেবী লক্ষ্মী পার্থিব এবং অপার্থিব, উভয় সম্পদের সঙ্গে সম্পর্কিত। বিষ্ণুপুরাণ অনুসারে, ক্ষীরসাগর মন্থনকালে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়।

জ্যোতিষশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত। মহালক্ষ্মী বা আদিলক্ষ্মী হলেন ভৃগু ঋষির কন্যা দেবী লক্ষ্মীর প্রাচীন রূপ। আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী গভীর আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে সম্পর্কিত।

জ্যোতিষশাস্ত্র মতে, দেবী ধনলক্ষ্মী শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। অর্থ, মূল্যবান ধাতু ইত্যাদি পার্থিব সম্পত্তির সঙ্গে ধনলক্ষ্মী সম্পর্কিত হলেও, ধনলক্ষ্মীর কৃপা মানুষকে ধার্মিক করে তোলে। ‘শুভ লাভ’ কথাটি ধনলক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। শুভর অর্থ ধার্মিক, ধর্মত এবং লাভের অর্থ আয়, অর্থাৎ স্বচ্ছ আয়। অস্বচ্ছতায় ধনলক্ষ্মী চঞ্চলা হয়ে পড়েন।

লক্ষ্মীর আর এক রূপ ধান্যলক্ষ্মী। জ্যোতিষশাস্ত্র মতে, দেবী ধান্যলক্ষ্মী সূর্য এবং চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। দেবী ধান্যলক্ষ্মী হলেন কৃষিসম্পদ এবং পুষ্টির দেবী। খাদ্যের অপচয় দেবীর কৃপা থেকে বঞ্চিত করে।

গজলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী সূর্যের সঙ্গে সম্পর্কিত। বাহন, বিলাসিতা, ক্ষমতা এবং মর্যাদার সঙ্গে এই দেবীর সম্পর্ক রয়েছে।

জ্যোতিষশাস্ত্র মতে, বৃহস্পতি এবং শুক্র, উভয় গ্রহের সঙ্গে সন্তানলক্ষ্মী সম্পর্কিত। সন্তানলক্ষ্মীর কৃপায় সন্তান লাভ হয় বলে বিশ্বাস রয়েছে। সন্তানের শরীর-স্বাস্থ্য ভাল থাকে, সে বুদ্ধিমান হয়। সুস্থ সন্তান সংসারের খ্যাতি এবং সুনাম বৃদ্ধি করে।

মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত হলেন বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী। বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী হলেন বীরত্ব, আত্মবিশ্বাস ও সাহসের দেবী। ধৈর্য, সাহস, আত্মবিশ্বাস এবং বীরত্বের সঙ্গে যে কোনও কঠিন পরিস্থিতি তাঁর কৃপায় অতিক্রম করা সম্ভব।

জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য এবং মঙ্গল গ্রহ বিজয়লক্ষ্মী বা জায়ালক্ষ্মী সম্পর্কিত। কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে বিজয় নয়, যে কোনও পরিস্থিতিতে বিজয় লাভে সাহায্য করেন দেবী বিজয়লক্ষ্মী।

বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহের সঙ্গে বিদ্যালক্ষ্মী সম্পর্কিত। বিদ্যালক্ষ্মীর কৃপায় জ্ঞান এবং বিদ্যা লাভ হয়। দেবীর পরনে থাকা শ্বেতবসন বিদ্যাকে বোঝায়, দেবীর পরিহিত অলঙ্কারের অর্থ সম্পদ। বিদ্যা এবং জ্ঞানের সৎ ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার প্রয়োজনীয় সম্পদ আহরণ করার বার্তা দেন দেবী।

Lakshmi Devi Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy