ডিসেম্বর মানেই পিকনিক, বন্ধুদের সঙ্গে হুল্লোড়, হরেক রকম মেলায় ঘুরতে যাওয়া, পিঠে খাওয়া প্রভৃতি আরও কত কী। আর এই সমস্ত এই শখ পূরণের জন্য চাই টাকা। টাকা না থাকলে সমস্ত আনন্দই মাটি। মাথায় অর্থচিন্তা নিয়ে প্রাণখুলে কোনও উৎসবেই মেতে ওঠা যায় না। মনের কোণে সর্বদা একটা কিন্তু কিন্তু ভাব কাজ করতে থাকে। যদিও ছয় রাশির ব্যক্তিদের ডিসেম্বরে টাকার চিন্তায় পড়তে হবে না। বছরের শেষটা তাঁদের অর্থের দিক দিয়ে খুব ভাল কাটবে। কিন্তু আয়ের পথ মসৃণ করার জন্য তাঁদের একটা সহজ টোটকা পালন করতে হবে। না হলে ফলাফল আশানুরূপ হওয়ার সম্ভাবনা কম। তালিকায় কোন কোন রাশি রয়েছে এবং কী টোটকা মানতে হবে দেখে নিন।
আরও পড়ুন:
-
কোষ্ঠী বিচার করতে হবে না, স্রেফ দৈহিক গঠন দেখেই বলে দেওয়া যাবে ‘রাজার চালে’ জীবন কাটাতে পারবেন কি না!
-
বৃদ্ধাঙ্গুলিতে রুপোর আংটি পরার গুণ অনেক! ডান না বাঁ, কোন হাতের আঙুলে পরবেন? সেটির যত্ন কী ভাবে নেবেন?
-
নভেম্বরের শেষ শুক্রে মার্গী হবে শনি, কৃপা বর্ষাবে তিন রাশির উপর! পেশা থেকে অর্থ, অপ্রত্যাশিত ফলপ্রাপ্তি সব ক্ষেত্রে
কোন কোন রাশির অর্থভাগ্য ডিসেম্বরে বদলাবে?
ডিসেম্বরে বৃষ, মিথুন, কন্যা, তুলা, বৃশ্চিক ও মকর রাশির জাতক-জাতিকাদের অর্থভাগ্যে দারুণ বদল আসবে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নানা দিক থেকে আয়ের সুযোগ পাবেন। ব্যয়ের তুলনায় আয় বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
-
ঘরের দেওয়ালে পূর্বপুরুষের ছবি টাঙিয়ে রাখা কি অশুভ? ভুল নিয়মে প্রয়াত ব্যক্তির ছবি রাখলে ক্ষতি হতে পারে!
-
কেউ দাম্ভিক, কেউ আনন্দ পান অপমান করে! প্রত্যেক মানুষের চরিত্রেই রয়েছে কিছু অন্ধকার দিক, আপনি কোন দলে দেখে নিন
-
সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হবেন, ঋণ গ্রহণেও সমস্যা! গ্রহরাজের সোজা চলনে সমস্যায় পড়তে পারে চার রাশি
টোটকা:
তবে অর্থের জোগান থাকা সত্ত্বেও অনেক সময় হাতে টাকা থাকে না। ফলত লাভের লাভ কিছু হয় না। ডিসেম্বরের প্রথম দিন থেকে এই ছয় রাশির জাতক-জাতিকারা যদি একটি সহজ টোটকা পালন করতে পারেন, তা হলে বছরের শেষটা আর অর্থচিন্তা সঙ্গী হবে না।
- লাল কাপড়ের একটা ছোট টুকরো নিয়ে তার মধ্যে একটা এক টাকার কয়েন, দু’টো এলাচ এবং দু’টো লবঙ্গ নিয়ে পুটলি মতো বানান। এ বার সেটিকে এক রাত মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন। নভেম্বরের শেষ শুক্রবারও এই কাজটি করতে পারেন। খুব ভাল ফল পাবেন। পরের দিন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ের কাছ থেকে পুটলিটি তুলে মানিব্যাগে রেখে দিন। পুরো ডিসেম্বর মাসটি সেটিকে মানিব্যাগে রেখে দিন। নিজেই ফল টের পাবেন।