বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে প্রতিটি জিনিসই সঠিক দিক মেনে রাখা উচিত। কারণ, সব জিনিসেরই একটা শুভ-অশুভ ব্যাপার রয়েছে। বাড়িতে কোন জিনিসটা কোন দিকে রাখা হচ্ছে সেই অনুযায়ী উক্ত জিনিসটি ফল দান করে। আমাদের প্রায় সকলের বাড়িতেই প্রয়াত পূর্বপুরুষদের ছবি টাঙানো হয়। তাঁদের প্রতি থাকা শ্রদ্ধা ও ভালবাসা থেকেই আমরা এই কাজ করে থাকি। তবে ঘরের কোথায় পূর্বপুরুষের ছবি রাখছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। ভুল দিকে পূর্বপুরুষদের ছবি রাখলে ভাগ্যে অমানিশা লাগতে পারে। তেমনই ঠিক দিকে পূর্বপুরুষদের ছবি রাখলে জীবনে অগ্রগতি আসে। জেনে নিন বাড়ির কোন দিকে, কী ভাবে পূর্বপুরুষদের ছবি রাখবেন।
আরও পড়ুন:
পূর্বপুরুষদের ছবি বাড়িতে রাখার সময় কোন ব্যাপারগুলি মাথায় রাখবেন?
- বাড়ির দক্ষিণ দিক পূর্বপুরুষদের ছবি রাখার জন্য শ্রেষ্ঠ। এই দিকটিকে যমের দিক বলা হয়। এই দিকে অন্যান্য জিনিস রাখা না গেলেও পূর্বপুরুষদের ছবি নির্দ্বিধায় রাখা যেতে পারে। এতে নিজেদেরই ভাল হবে।
- পূর্বপুরুষদের ছবি অনেকে বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা মোটেও উচিত নয়। বাস্তুদোষের শিকার হতে হয়। তাই পূর্বপুরুষদের ছবি না টাঙিয়ে কোনও টেবিল বা অন্যান্য জায়গার উপর দাঁড় করিয়ে রাখাই ভাল হবে।
আরও পড়ুন:
- জীবিত মানুষদের ছবির পাশে কখনও প্রয়াত ব্যক্তিদের ছবি রাখবেন না। এতে জীবিত যাঁদের ছবি রাখছেন, তাঁদের জীবনে নেগেটিভ প্রভাব পড়বে।
- পূর্বপুরুষদের ছবির আশপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেই স্থান যেন কখনও অপরিষ্কার না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
আরও পড়ুন:
- বাড়িতে পূর্বপুরুষদের একাধিক ছবি রাখবেন না। এই কাজটিও করা উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।
- শোয়ার ঘরে কখনও পূর্বপুরুষদের ছবি রাখবেন না। এতে সম্পর্কে দ্বন্দ্বের পরিমাণ বৃদ্ধি পায়।