সম্পর্কে ঝগড়া-অশান্তি থাকেই। দু’টি সম্পূর্ণ অচেনা মানুষ যখন একে অপরকে চিনতে শুরু করেন, জানার ও বোঝার চেষ্টা করেন, তখন ঝামেলা হওয়াটাই স্বাভাবিক। কোনও মানুষের পক্ষেই নিজের সঙ্গীর সব ভালমন্দ মেনে নিয়ে ঝামেলা না করে এগিয়ে চলা সম্ভব নয়। ভালবাসা যেখানে রয়েছে, সেখানে যে মনোমালিন্য থাকবে না সেটা হয় না। তবে কোনও ছোট ব্যাপার নিয়ে শুরু হওয়া ঝগড়া যদি বেশি গড়িয়ে বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছিয়ে যায়, তখনও হয় সমস্যা। প্রেম হোক বা বিয়ে, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই অশান্তি হলে সেটা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়াই শ্রেয়। সেটা না করলেই সম্পর্ক টিকিয়ে রাখা সমস্যার হয়ে যায়। শাস্ত্রমতে জানানো হচ্ছে, ২০২৬-এ তিন রাশির ব্যক্তিদের জীবনে সম্পর্কক্ষেত্রে বড় ধাক্কা নেমে আসতে পারে। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে এমন জটিলতা সৃষ্টি হতে পারে যা বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কা দেখা যাচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন তিন রাশির ২০২৬-এ মন ভাঙার আশঙ্কা রয়েছে?
বৃশ্চিক: প্রতিশোধপরায়ণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা স্বভাবত একটু চাপা হন। এঁরা এঁদের খারাপ লাগা মুখ ফুটে প্রকাশ করতে পারেন না। ফলে একটা সময়ের পর যখন আর চাপতে পারেন না, তখন এঁদের প্রতিক্রিয়াটা একটু বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে হয়। এই কারণে ২০২৬-এ এঁদের সম্পর্কক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে সবটাই শান্ত মাথায় সামলাতে হবে। সঙ্গীর সঙ্গে কোনও মতে দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। তা হলে সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদেরও নতুন বছরে নিজেদের সম্পর্ক নিয়ে একটু সচেতন থাকতে হবে। সঙ্গীর সঙ্গে বুঝেশুনে কথা বলতে হবে। কথায় কথায় মাথা গরম করা যাবে না। রাগ যত নিজের বশে রাখতে পারবেন, তত আপনারই ভাল হবে। না হলে সম্পর্কে এমন জটিলতা দেখা দেবে যা আপনার নাগালের বাইরে চলে যাবে। তখন আর শত চেষ্টা করেও মনের মানুষকে ফেরাতে পারবেন না।
আরও পড়ুন:
মীন: মীন রাশির ব্যক্তিদের উদাসীনতাই ২০২৬-এ তাঁদের সম্পর্কের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সঙ্গীর ভাল লাগা, খারাপ লাগার দিকে একটু নজর দিতে হবে। এরই সঙ্গে নিজের আবেগকে লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে। না হলে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারেন। ফলত সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা না করে যদি নিজের খেয়ালেই মেতে থাকেন তা হলে বিচ্ছেদ হলেও হতে পারে।