আয়ুর্বেদিক চিকিৎসক, অথচ প্রেসক্রিপশনে লেখা অ্যালোপাথি ওষুধ। অসমের এক চিকিৎসকের পোস্ট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পোস্টটি নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। পোস্টটিতে অভিযোগ করা হয়েছে, সঠিক ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রেসক্রিপশনে অ্যালোপ্যাথি ওষুধের নাম লিখে দিচ্ছেন এক আয়ুর্বেদিক চিকিৎসক। অসমের বাসিন্দা এমবিবিএস চিকিৎসক প্রিয়ম বরদলই সেই প্রেসক্রিপশনের ছবি পোস্ট করেছেন। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রিয়ম লিখেছেন, “এটি এক জন আয়ুর্বেদিক ডাক্তারের প্রেসক্রিপশন। কেউ কি ব্যাখ্যা করতে পারবেন কেন এখানে লেখা প্রতিটি ওষুধই অ্যালোপ্যাথিক?’’ তাঁর অভিযোগ, আয়ুর্বেদিক চিকিৎসক সাধারণ ডায়রিয়ার জন্য ‘মেরোপেনেম’-এর মতো শক্তিশালী অ্যান্টিবায়োটিকও লিখেছেন প্রেসক্রিপশনে। পরে তিনি শেয়ার করেন যে, তাঁর পোস্টের পরিপ্রেক্ষিতে শোরগোল উঠেছে। এই পোস্টটি মুছে ফেলার জন্য তাঁকে ব্যক্তিগত ভাবে হুমকিও দেওয়া হয়েছে। বেনামি অ্যাকাউন্ট থেকে তাঁর কাছে বার্তা এসেছে যে, তিনি আয়ুর্বেদের বদনাম করছেন। কোনও হুমকির কাছেই মাথা নত করতে চান না বলে আরও একটি পোস্টে জানিয়ে দিয়েছেন প্রিয়ম। তাঁর দাবি, যদি একটি সাধারণ স্ক্রিনশট থেকে যদি একটি ব্যবস্থা ভেঙে পড়ে, তা হলে সমস্যাটির শিকড় বহু দূরে পৌঁছে গিয়েছে সেটা বুঝতে হবে।
পোস্টটি সাধারণ মানুষের মধ্যে আলোড়ন ফেলেছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। আড়াই হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। অধিকাংশ নেটাগরিকই পোস্টদাতা চিকিৎসকের সমর্থনে প্রতিক্রিয়া জানিয়েছেন।