আমরা সকলেই টাকাপয়সার সমস্যা কাটিয়ে উঠতে চাই। কিন্তু কখনও টাকাপয়সা এমন ভাবে খরচ হয়ে যায় যে, আমরা ভেবেই পাই না যে এমনটা কেন হচ্ছে। অনেক সময় আমরা টাকা খরচ না করে জমিয়ে রাখতে চাই কিন্তু তা-ও কোনও না কোনও ভাবে সেটা খরচ হয়েই যায়। অতিরিক্ত টাকা খরচ হয়ে যাওয়াটা তখন আমাদের জীবনের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে আমাদের নানা ভাবে সাহায্য করতে পারে। বিশেষ কিছু সহজ টোটকা রয়েছে, যা সঠিক নিয়ম মেনে করতে পারলে উপকার পাওয়া যাবে। এই টোটকাগুলো পালন করলে নিজের দিকে টাকাপয়সা আকর্ষণ করতে এবং ধরে রাখতেও সুবিধা হবে।
আরও পড়ুন:
টোটকা:
১) বাড়িতে এবং অফিসে, দুই জায়গাতেই নিজের ৯ ইঞ্চি মাপের ছবি রাখতে হবে। এই ছবি উত্তর দিকে রাখতে হবে। কিন্তু ছবির মাপ যেন ৯ ইঞ্চি থেকে ছোট না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ছবির মাপ ৯ ইঞ্চি থেকে বড় হতে পারে, তবে ছোট হওয়া চলবে না।
২) একটা বাটিতে ভর্তি করে আতপ চাল নিন, তার পর সেই চালের উপরে তিনটে রুপোর কয়েন রেখে (যদি রুপোর কয়েন সম্ভব না হয়, যে কোনও কয়েন নিতে পারেন) ঠাকুরঘরের ঈশান কোণে পাত্রটি রেখে দিন। এই কাজটি করার ফলে চন্দ্র গ্রহ খুব সন্তুষ্ট হন এবং জীবনে কখনও অর্থসমস্যা আসে না।
আরও পড়ুন:
৩) প্রতি দিন স্নান করার পর ১০৮ বার ‘ওম শ্রীম’ মন্ত্র পাঠ করুন। ১০৮ বার সম্ভব না হয় হলে ৪১ বার পাঠ করতে পারেন কিন্তু এর কম করা যাবে না।
ফল পেতে এই প্রত্যেকটা টোটকাই একটানা ৪৫ দিন করতে হবে। নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে ৪৫ দিনের মধ্যেই ফল পাবেন।