জ্যোর্তিবিজ্ঞান মতে, কেতুর কোনও শারীরিক অস্তিত্ব নেই। এটি একটি গাণিতিক বিন্দু বা নোড মাত্র। তবে জ্যোতিষশাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম। কোনও ব্যক্তির জন্মছকে অশুভ অবস্থানে থাকা কেতু সাজানো জীবন তছনছ করে দিতে পারে। কেতুর অশুভ দৃষ্টি মানুষের জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। তবে কেতু কেবল খারাপ ফলই দেয় এই ধারণা ঠিক নয়। কেতুর কৃপা সঙ্গে থাকলে ছন্নছাড়া জীবন ছন্দে ফিরতেও বিশেষ সময় লাগে না। জানুয়ারির ২৫ তারিখ কেতু নক্ষত্র পরিবর্তন করেছে। প্রবেশ করেছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এর ফলে রাশিচক্রের চার রাশি জাতক-জাতিকারা খুব ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।
আরও পড়ুন:
কেতুর নক্ষত্র পরিবর্তনে কারা লাভবান হবেন?
মেষ: যে সকল মেষ জাতক-জাতিকারা এত দিন পেশাজীবন নিয়ে সংশয়ে ভুগছিলেন, তাঁরা এ বার সঠিক দিশায় হাঁটতে পারবেন। পেশাজীবন সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এ বার আপনারা একে একে পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে আর্থিক ক্ষেত্রেও সুপরিবর্তন লক্ষ করা যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পাওনা অর্থ আদায় হতে পারে। বুঝেশুনে খরচ করলে এই সময় খুব ভাল অর্থ সঞ্চয় করতে পারবেন।
সিংহ: সামাজিক ক্ষেত্রে সিংহ জাতক-জাতিকাদের নামডাক বৃদ্ধি পাবে। এই সময় আপনারা এমন কোনও কাজ করার সুযোগ পাবেন যা আপনাদের সম্মান বৃদ্ধিতে সাহায্য করবে। কর্মক্ষেত্রেও খুব ভাল ফল পেতে চলেছেন সিংহ জাতক-জাতিকারা। আপনাদের কর্মদক্ষতা ঠিক কতটা সেটা ঊর্ধ্বতনেরা বুঝতে পারবেন। আপনাদের কাজের যোগ্য মর্যাদাও দেবেন। পদোন্নতির সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন:
তুলা: তুলা রাশির ব্যক্তিদের ভাগ্য এই সময় সম্পূর্ণ রূপে বদলে যেতে চলেছে। এত দিন ধরে যে সকল সমস্যা আপনাদের মাথা কুরে খাচ্ছিল, সেগুলি এ বার মিটে যাবে। সম্পর্কক্ষেত্রে দারুণ উন্নতি দেখা যাবে। দাম্পত্যজীবনের সকল সমস্যা মিটে গিয়ে সুখের সময় শুরু হবে। কর্মক্ষেত্রেও দারুণ ফল পেতে চলেছেন। আপনাদের কর্মের প্রতি দৃঢ়তা বৃদ্ধি পাবে। এর ফলে ঊর্ধ্বতনের প্রশংসা কুড়োবেন।
আরও পড়ুন:
বৃশ্চিক: এত দিন ধরে করে চলা সকল পরিশ্রমের ফল বৃশ্চিক জাতক-জাতিকারা এ বার পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনারা প্রবল উন্নতি করতে পারবেন। বেতনবৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের দায়িত্ব বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সেই দায়িত্ব আপনাকে পেশাজীবনে অগ্রগতি পেতে সাহায্য করবে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে। মনের কোণে থাকা স্বপ্নগুলো এ বার আপনারা পূরণ করতে পারবেন।