গাড়ি প্রায় সব মানুষের কাছেই খুব শখের একটা জিনিস। গাড়ি আমাদের নিত্য দিনের সঙ্গী। বহু মানুষই নিজের শখের গাড়িতে শক্তি, স্বাধীনতা এবং সাহসিকতা দেখতে পান। তবে নতুন গাড়ি বা বাইক কিনে চালানোর আগে বিশেষ কিছু ক্রিয়া করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই ক্রিয়াগুলি করে নিয়ে তার পর গাড়ি চালানো উচিত। তা হলে গাড়িকে ক্ষতি হওয়া থেকে অনেকটা বাঁচানো যায়। আপনি যদি গাড়িপ্রেমী হন, তা হলে এই ক্রিয়া করার পরই গাড়ি চালান।
আরও পড়ুন:
ক্রিয়া:
প্রথমে গাড়ি কিনে যে কোনও একটা সিদ্ধ মন্দিরে যান এবং পুরোহিত দিয়ে গাড়ির পুজো অবশ্যই করান। নিজের সাধ্যমতো জিনিস কিনে মন্দিরে পুজো দিন। মন্দিরে গিয়ে কী কী করণীয় দেখে নিন।
১) গাড়ির বনেটের উপর ঘি দিয়ে সিঁদুর গুলে ওম, স্বস্তিক এবং শ্রী এঁকে দেবেন।
২) একটা গোটা নারকেল ভেঙে গাড়ির প্রত্যেকটা চাকায় নারকেলের জল ছিটিয়ে দিতে হবে।
আরও পড়ুন:
৩) দু’চাকা হোক বা চারচাকা, সেই গাড়ির প্রত্যেকটা চাকার নীচে একটা করে পাতিলেবু রেখে, তার পর তার উপর দিয়ে গাড়ি চালাবেন।
৪) গাড়ির সামনে অবশ্যই জগন্নাথদেবের ছবি রাখতে হবে।
৫) যদি রাশি অনুযায়ী গাড়ির রং পছন্দ করা হয় তা হলে খুবই ভাল হয়।
আরও পড়ুন:
ফলাফল:
এই ক্রিয়াগুলি করলে গাড়িতে হঠাৎ দুর্ঘটনা হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। এ ছাড়া ঘন ঘন গাড়ি খারাপ হওয়ার হাত থেকেও রক্ষা পায়। পুরনো গাড়ি কিনলেও এই উপায়গুলি পালন করে গাড়ি চালানো উচিত।