Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Birth Chart

জুলাই মাসে কোন রাশির কেমন আয় হবে

মেষ রাশির আয়ক্ষেত্র-অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থানের কারণে শুভফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ০৮:২১
Share: Save:

মেষ রাশির আয়ক্ষেত্র-অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থানের কারণে শুভফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে। মাসের প্রথমার্ধ আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ।

বৃষ রাশির আয়ক্ষেত্র-অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হলেও দ্বিতীয়ে রবির অবস্থানের কারণে মাসের প্রথমার্ধে সামান্য প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মাসের দ্বিতীয়ার্ধ আয়ের ক্ষেত্রে শুভ।

মিথুন রাশির আয়ক্ষেত্রে অবস্থান রাহু এবং মঙ্গলের। দ্বিতীয় স্থানের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির, আয়ের ক্ষেত্রে শুভ। তবে, আয় সংক্রান্ত বিষয়ে মানসিক চাপ দেখা দিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হেতু শুভফল দান করবে মাসের প্রথমার্ধে। মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের রাশি পরিবর্তনে সামান্য পরিবর্তন হলেও শুভ বলা যায়।

সিংহ রাশির আয়ক্ষেত্রে অবস্থান রবির। আয়ের ক্ষেত্র শুভ হলেও বিভিন্ন বাধার মাধ্যমে ফল প্রাপ্ত হবে। মাসের দ্বিতীয়ার্ধে রবির রাশি পরিবর্তনের পর শুভত্ব বৃদ্ধি পাবে।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে মাসের প্রথমার্ধে শনির দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে মাসের প্রথমার্ধে বিভিন্ন সমস্যা সৃষ্টি করলেও পরবর্তী অর্ধে শুভ।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে।

ধনু রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান কেতুর। আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল আশা করা যায় না। আয়ের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তির সম্ভাবনা প্রবল।

মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির আয়ক্ষেত্র-অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। আয়ের ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির আয়ক্ষেত্র শুভ, আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE