Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী কোন ব্যবসা আপনার পক্ষে লাভদায়ক

জোত্যিষশাস্ত্র আপনার রাশি বলে দিতে পারে আপনি কোন দ্রব্য নিয়ে ব্যবসা করলে সাফল্যের মুখ দেখতে পারেন, আর কোন বস্তু নিয়ে ব্যবসা করলে ব্যর্থ হতে পারেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ০০:১৩
Share: Save:

শেয়ার বাজারে লাভের টাকার আশায় কম বেশি প্রত্যেকেই টাকা ঢালেন। কিন্তু অনেক ক্ষেত্রে শেয়ার বাজারে ধস নামার কারণে পুরো টাকাটাই জলে চলে যায়। জোত্যিষশাস্ত্র অনুযায়ী, আপনার রাশি বলে দিতে পারে আপনি কোন দ্রব্য নিয়ে ব্যবসা করলে সাফল্যের মুখ দেখতে পারেন, আর কোন বস্তু নিয়ে ব্যবসা করলে ব্যর্থ হতে পারেন। দেখে নেওয়া যাক নৈস্বর্গিক ‘ভ-চক্র’ অনুযায়ী কোন রাশিতে কোন কোন ব্যবসায়িক দ্রব্যাদি রয়েছে:

মেষ রাশিঃ এই রাশির আওতাধীন ব্যবসায়িক দ্রব্য হলো- লালচন্দন, মেষ, পশম, উল, স্থলজাত ঔষধি উদ্ভিদ, কম্বল, শাল, লালগম, মসুর ডাল, যব, তামা, সোনা, লাল সর্ষে, লোহার যন্ত্রপাতি, বিভিন্ন মেশিনারী দ্রব্যাদি, ভারী ভারী যন্ত্রাংশ, শেয়ার বাজার, সুপারী, ইস্পাত শিল্পোৎপাদন ইত্যাদি।

বৃষ রাশিঃ বস্ত্র, পুস্প, বীট, যব, হীরা, রত্ন, ধাতু, ষাঁড়, মোষ, নুন, সাদা গম, চিনি, ঘি, তুলা ইত্যাদি হল এই রাশির ব্যবসায়িক দ্রব্য।

মিথুন রাশিঃ মক্কা, তেল, কার্পাস, তুলোর বীজ ও গুটি, বাজরা, মুগ ডাল, কস্তুরী, মূল কেশর, লতা, জোয়াড়, কাপাসের বীজ, বাদাম, চাল, পাট ও পাটজাত বীজ, মূলজ দ্রব্য, বিদারী কন্দ, পত্রিকা, রেলওয়ে ষ্টেশনে বিক্রীত বই, পত্র পত্রিকা, প্রকাশন সংক্রান্ত দ্রব্যাদি।

কর্কট রাশিঃ পিয়াজ, ফল, কলা, দূর্বা, গোলমরিচ, মূলা, দাড়চিনি, কন্দ, মোচা, সর্বপ্রকার গাছের ছাল, মুদীর দোকানের দ্রব্যাদি, রূপা, পারদ ইত্যাদি এই রাশির ব্যবসার পণ্য।

সিংহ রাশিঃ গুড়, মিছরী, শাল, ষড়, রস, ঘি, হরিণের চামড়া, তেল, তিল, প্রবাল, তিসি, কচু, উল, জোয়ার বাজরা, রূপা, সকল, প্রকারের রস, তুষ, লাল রঙের দ্রব্য, সোনা, ছোলা হল এই রাশির পণ্য সামগ্রী।

কন্যা রাশিঃ সাদা গম, তিসি, কলাই, মটর, উড়দ ডাল, মিছরী, চিনি, কাপাস, শণ,ইত্যাদি কন্যা রাশির পণ্য।

তুলা রাশিঃ লাল গম, উড়দ ডাল, চাল, যব, মসুর, মুগ, মটর, ছোলার ডাল, নারকেল, তুলা, রেশম, খাদ্য দ্রব্য, সর্ষে, ইত্যাদি তুলার পণ্য সামগ্রী।

বৃশ্চিক রাশিঃ গুড়, মিছরী, মোরব্বা, মঠ, পান, চিনি, লোহা, হুকার মশলা, লাক্ষা, কর্পূর, পারদ, কাঁসা, হিং, আখ, ভেড়া, ছাগল, মিষ্টি, মিঠাই, লোহা, তিসি, অরন্ডী ফল, কালো বস্তু, হলুদ, তিল আদি বৃশ্চিক রাশির ব্যবসায়িক পণ্য।

ধনু রাশিঃ মূলা, ঘোড়া, রস, নুন, অস্ত্রশস্ত্র, কাপাস, সাদা বস্ত্র, ধান, সন্ধব লবণ, ঘি, কন্দমূল, চাল, আলু, ক্ষার, পাট, প্রভৃতি এই রাশির দ্রবাদি।

মকর রাশিঃ আঙ্গুর, এলাচ, জায়ফল, আখরোট, করমচা, ধাতু, তুষ, সোনা, বস্ত্র, কন্দ, কয়লা, দস্তা, টিন, তামা, কাঁসা, কাচের শিশি প্রভৃতি এই রাশির দ্রবাদি।

কুম্ভ রাশিঃ রস, গুড়, চিনি, মিছরী, সর্ষে, তেল, পোস্ত, রত্ন, চিত্র বিচিত্র বস্তু, মানিক, ধাতু, আমলকি, পাতা বিশেষ, জোয়ার বাজরা, জয়ত্রী, দেবদারু, ওষুধ, ফল, জলে ফোটা ফুল, শঙ্খ, ঝিনুক, মুদী দোকানের দ্রবাদি, কৃত্রিম সিল্ক, লোহা, শেয়ার ইত্যাদি।

মীন রাশিঃ ঝিনুক, মাছ, সামুদ্রিক দ্রব্য, স্থুলাকার বস্তু, শঙ্খ, হীরা, গজমুক্তা, গুড়, মোরব্বা, খয়ের, চাল, নারকেল, সুপারী, তরল পদার্থ, ঘি, তেল প্রভৃতি হলো মীন রাশির ব্যবসায়িক পণ্য।

পৃথিবীতে বাণিজ্যের জন্য অসংখ্য বস্তু আছে। সেগুলির সবকটি এখানে দেওয়া সম্ভব নয়। এমন অনেক দ্রব্য আছে যেগুলির একাধিক রাশি আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Business Sun Signs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE