Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শুক্রবারে জন্মানো ব্যক্তিদের স্বাস্থ্য, পেশা ও বিবাহিত জীবন কেমন হয়

শুক্রবারের জাতকদের সুগার, চোখের রোগ হতে পারে। মাঝে মধ্যে জ্বর এবং অনেক ছোটখাটো রোগে ভোগান্তি হতে পারে। তা ছাড়া এদের শরীরে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

শরীর স্বাস্থ্য

শুক্রবারের জাতকদের সুগার, চোখের রোগ হতে পারে। মাঝে মধ্যে জ্বর এবং অনেক ছোটখাটো রোগে ভোগান্তি হতে পারে। তা ছাড়া এদের শরীরে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে।

এদের গলার রোগ বা জন্ডিসে ভোগার একটা আশঙ্কা থেকে যায়। এদের শরীরের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সামান্য অসুস্থ হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। যদি তা না করা হয়, তা হলে পরে সমস্যা বাড়তে পারে।

পেশা

শুক্রবারে জন্মানো ব্যক্তিদের নিজের কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা থাকে। এরা যেখানেই কাজ করুক না কেন, সেখানেই সুনাম অর্জন করতে পারে।

নিজের প্রশংসা শুনতে আমরা সকলেই পছন্দ করি। তবে শুক্রবারের জাতকরা একটু বেশি পছন্দ করে। এরা কর্মের জায়গায় সব সময় পরিষ্কার পরিছন্ন রাখে।

আরও পড়ুন: শুক্রবারে জন্মানো ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্য কেমন হয়

অফিসে বা কর্মের জায়গায় এদের সকলেই খুব ভালবাসে। এরা কাজে প্রচুর সাফল্য পেয়ে থাকে। ফ্যাশান ডিজাইনিং, কাগজ ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী, জুয়েলারী, পর্যটন ব্যবসা, রং সংক্রান্ত কাজ, সফটওয়্যার সংক্রান্ত কাজ, সিনেমা জগৎ, সাহিত্য ও কলা বিভাগ ইত্যাদি বিষয়ে উন্নতি করে।

বিবাহিত জীবন

এরা ভীষণ চঞ্চল হওয়ার ফলে এদের প্রেমের সম্পর্ক একাধিক হয়। এদের প্রেম দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যায়। তবে প্রেম যদি একবার টিকে যায়, তা হলে সঙ্গীর প্রতি এরা খুবই নিষ্ঠাবান হয়।

নিজের কিছু অবিবেচিত আচরণের ফলে মাঝে মধ্যে প্রেমের সম্পর্কে বিপত্তি আসে। তবে তা খুব বেশি দিন ধরে চলে না, তাড়াতাড়ি মীমাংসা হয়ে যায়।

এদের বিবাহিত বা দাম্পত্য জীবন খুব সুখের হয়। এরা জীবন সঙ্গীর মনের মতো হয়। এদের ব্যবহার ও আচরণ বেশ আকর্ষণীয় হয়।

শুভ বার – বুধবার ও শুক্রবার।

শুভ সংখ্যা – ৭

শুভ রং – কমলা, গোলাপি ও লাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Profession Friday Health Married life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE