Advertisement
২৪ এপ্রিল ২০২৪

একটি মাত্র তাস আপনার ভাগ্যে কী লুকিয়ে আছে তা বলে দিতে পারে

তাস আমাদের প্রায় সকলেরই চেনা। এটি সময় কাটানোর বিশেষ একটি খেলা। কিন্তু জানেন কি, এই তাস শুধুমাত্র খেলার সামগ্রী হিসেবে নয়, আপনার ভাগ্যে কী লুকিয়ে আছে তা-ও বলে দিতে পারে?

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ০০:০০
Share: Save:

তাস আমাদের প্রায় সকলেরই চেনা। এটি সময় কাটানোর বিশেষ একটি খেলা। কিন্তু জানেন কি, এই তাস শুধুমাত্র খেলার সামগ্রী হিসেবে নয়, আপনার ভাগ্যে কী লুকিয়ে আছে তা-ও বলে দিতে পারে? একটি তাসের বান্ডিল থেকে ১৩টা চিড়িতনের তাস আপনার ভাগ্যের আগাম বার্তা দিতে পারে।

প্রথমে তাসের বান্ডিল থেকে ১৩টা চিড়িতনের তাস বের করে নিতে হবে। এরপর সেই ১৩টা তাসের থেকে ১টি তাস বের করতে হবে, কিন্তু সেই তাসের নম্বর যেন না দেখা যায়। এবং মনে মনে আপনি যা চান তা ভেবে নিন। এই ভাবে এক একটি তাসের নম্বর আপনার ভাগ্যে কী রয়েছে নির্দেশ করে দেবে।

দেখে নেওয়া যাক তাসের কোন নম্বর ভাগ্য সম্পর্কে কী বলে:

১) যদি টেক্কা ওঠে: যে কোনও পরিক্ষায় পাশ, আর্থিক উন্নতি ও ভ্রমণের যোগ শুভ।

২) যদি সাহেব ওঠে: আগামী দিনে কোনও বিপদের আশঙ্কা। আসন্ন সময় খুব একটা শুভ নয়।

৩) যদি বিবি ওঠে: কোনও কাজেই সাফল্য আসবে না। অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা।

আরও পড়ুন: ফলহারিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলো করলে ভাগ্য ফিরতে পারে

৪) যদি গোলাম ওঠে: কর্মে বাধা আসবে, তবে সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে হবে।

৫) যদি দুই ওঠে: টাকা পাওয়ার কথা থাকলে তা আটকে যাবে।

৬) যদি তিন ওঠে: যদি কোনও বিপদের আশঙ্কা থাকে, তা খুব সহজে কেটে যাবে।

৭) যদি চার ওঠে: কেউ আপনাকে ঠকাবে বা বিশ্বাসের অমর্যাদা করবে।

৮) যদি পাঁচ ওঠে: বিবাহ হওয়ার যোগ। খুব আনন্দের খবর পেতে পারেন।

৯) যদি ছয় ওঠে: নতুন কর্ম বা ব্যবসার যোগ, প্রেমে সাফল্য।

১০) যদি সাত ওঠে: বড় আকারের ক্ষতির আশঙ্কা।

১১) যদি আট ওঠে: প্রিয় জনের সঙ্গে মনোমালিন্য, প্রেমে বিচ্ছেদ।

১২) যদি নয় ওঠে: চাকরির পরীক্ষা দিতে পারেন। বিবাহযোগ্যদের বিবাহের কথা ভাবা যেতে পারে।

১৩) যদি দশ ওঠে: তবে জানতে হবে আপনি সব বিষয়ে জয়ী হবেন এবং ভাগ্য আপনার সঙ্গে থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

card Rashi Future
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE