বাড়িতে শান্তিময় পরিবেশ বজায় রাখতে কমবেশি সকলেই চান। কিন্তু সেটি রক্ষা করার জন্য যে নিয়মগুলি মেনে চলা প্রয়োজন তা আমরা সব সময় মেনে চলতে পারি না। জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আমরা এমন কিছু ভুল করে ফেলি যার জন্য আমাদের নানা সমস্যায় পড়তে হয়। বাস্তুমতে, আমাদের খাওয়ার টেবিলের উপর বেশ কিছু জিনিস রয়েছে যা রাখা উচিত নয়। তবে সেই ব্যাপারটি অনেকের কাছেই অজানা। তাই বহু বাড়িতেই খাওয়ার টেবিলের উপর সে সব জিনিস রাখতে দেখা যায়। ফলত বাস্তুর উপর নেতিবাচক প্রভাব পড়ে। খাবার টেবিলের উপর কোন জিনিসগুলি রাখা এড়িয়ে চলতে হবে জেনে নিন।
আরও পড়ুন:
খাবার টেবিলের উপর কোন জিনিসগুলি রাখা যাবে না?
ভাঙা পাত্র: বাস্তুমতে, বাড়িতে ভাঙা পাত্র যেমন- চিড় ধরা কাচের গ্লাস বা বাটি, কানাভাঙা স্টিলের থালা প্রভৃতি ব্যবহার করা উচিত নয়। সেগুলিকে খাবার টেবিলের উপর রাখলে ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়ে। ভাঙা পাত্র বাড়িতে দারিদ্র ডেকে আনে বলে মনে করা হয়। তাই এই জিনিস ব্যবহার করা ও খাবার টেবিলের উপর রাখা থেকে বিরত থাকতে হবে।
ওষুধ: প্রায় বাড়িতেই ওষুধের বাক্স খাবার টেবিলের উপর রেখে দেওয়া হয়। এই কাজটি করার ফলে মারাত্মক বাস্তুদোষের কবলে পড়তে হয়। খাবার টেবিলের উপর ওষুধ রাখলে সেই বাড়িতে রোগব্যধি লেগেই থাকে বলে মনে করা হয়। শরীরের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।
আরও পড়ুন:
নষ্ট খাবার: পচে যাওয়া বা বাসি খাবার, ফলমূল টেবিলের উপর জমিয়ে রাখা উচিত নয়। এগুলিকে তৎক্ষণাৎ বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত। নষ্ট খাবার থেকে বাড়িতে নেতিবাচক শক্তি ছড়ায় বলে মনে করা হয়। এগুলি খাবার টেবিলের উপর জমিয়ে রাখলে বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে মানসিক অশান্তিতে ভুগতে হয়।
ক্যাকটাস: অনেকেই ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখতে ভালবাসেন। তবে এই গাছ খাবার টেবিলের উপর রাখা যাবে না। এর ফলে বাড়িতে ঝগড়া-অশান্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বদলে কোনও রঙিন ফুলগাছ বা মানিপ্ল্যান্ট রাখা যেতে পারে।
আরও পড়ুন:
ধারালো বস্তু: খাবার টেবিলের উপর কোনও ধারালো বস্তু যেমন- কাঁচি, ছুরি প্রভৃতি রাখা উচিত নয়। অনেকেই টেবিলের উপর সব্জি রেখে ছুরি দিয়ে কাটেন। তবে কাজ হয়ে গেলে তৎক্ষনাৎ সেটিকে সেখান থেকে সরিয়ে রাখতে হবে। না হলে বাড়ির সদস্যদের সম্পর্কের মাধুর্য নষ্ট হয়।
অকেজো বা নোংরা বস্তু: টেবিল মোছার কাপড় নোংরা অবস্থায় বা কোনও খারাপ হয়ে যাওয়া যন্ত্র খাবার টেবিলের উপর ফেলে রাখলেও চলবে না। খাবার টেবিল সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখা জরুরি।