Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Clove

Clove: জীবনের খুঁটিনাটি সমস্যা থেকে মুক্তি পেতে এই ভাবে নিন লবঙ্গর সাহায্য

জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী লবঙ্গকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। পূজার্চনাতেও লবঙ্গের ব্যবহার করা হয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৮:২৭
Share: Save:

জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী লবঙ্গকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়। পূজার্চনাতেও লবঙ্গের ব্যবহার করা হয়। রান্নাঘরেও লবঙ্গের বহুল ব্যবহার হয়। রান্না ছাড়াও নানা সমস্যার সমাধান করতে লবঙ্গ খুবই উপকারী। লবঙ্গ কোন উপায়ে জীবন থেকে কী কী সমস্যা দূর করে দেখে নিন—

• প্রায় হয়ে যাওয়া কাজ ভেস্তে যাচ্ছে? এ ক্ষেত্রে একটা পানের উপর এলাচ, লবঙ্গ এবং একটা গোটা সুপারি দিয়ে পানটা মুড়ে সিদ্ধিদাতা গণেশের চরণে অর্পণ করুন।

• ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে তিনটে লবঙ্গ, তিন টুকরো কর্পুর এবং তিনটে এলাচ একত্রে পুড়িয়ে সেই ছাই বাড়ির সদর দরজায় ছড়িয়ে দিন।

• বাড়িতে নিত্য দিন অশান্তি লেগেই রয়েছে? এ ক্ষেত্রে শনিবার কর্পুর ও লবঙ্গ একসঙ্গে জ্বালিয়ে ঘরের বাইরে অর্থাৎ উঠোনে রেখে দিন।

• বাড়িতে বার বার কেউ অসুস্থ হচ্ছেন? এ ক্ষেত্রে পাঁচ থেকে সাতটা লবঙ্গ পুড়িয়ে ঘরের যে কোনও কোণে রেখে দিন।

• নিত্য পুজো করার সময় যখন প্রদীপ জ্বালবেন তখন লবঙ্গ দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন।

• জন্মছকে রাহু কেতুর স্থান যদি শুভ অবস্থায় না থাকে তা হলে কাউকে লবঙ্গ দান করুন বা শিবলিঙ্গে লবঙ্গ অর্পণ করুন।

• সময় ভাল রাখতে বা সব কাজে সফল হতে নিজের সঙ্গে সব সময় কয়েকটা লবঙ্গ রাখুন।

• বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় রাখতে লবঙ্গের গাছ বাড়িতে লাগান।

• পাওনা টাকা ফেরত পেতে পূর্ণিমার দিন ১১টা লবঙ্গ বাড়ির ছাদে পুড়িয়ে দিন।

• ইন্টারভিউ দিতে যাওয়ার সময় মুখে লবঙ্গ নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে এবং যেখানে ইন্টারভিউ হবে সেখানে গিয়ে মুখ থেকে লবঙ্গের বাকি অংশ ফেলে দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clove Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE