অগস্ট মাসের গ্রহের অবস্থান অনুযায়ী, মিথুন রাশিতে দুই গুরুর সহাবস্থান রয়েছে। বৃহস্পতি এবং শুক্র। শুক্র ২১ অগস্ট রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে। কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছে রবি এবং বুধ। রবি ১৭ অগস্ট এবং বুধ ৩০ অগস্ট রাশি পরিবর্তন করে পরবর্তী সিংহ রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। কন্যা রাশিতে অবস্থান মঙ্গলের। মাসের প্রথম দিন চন্দ্র তুলা রাশিতে অবস্থান করে, প্রত্যেক আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করবে। গ্রহের অবস্থান অনুযায়ী রাশিচক্রের ১২টি রাশির এক এক জন, এক এক প্রকার ফল লাভ করবেন। কর্মক্ষেত্রেও ফলের পরিবর্তন ঘটবে। কারোর ভাল যাবে, তো কারোর খারাপ। রাশি মিলিয়ে দেখে নিন আপনার কেমন যাবে।
আরও পড়ুন:
মেষ রাশি: মেষের কর্মক্ষেত্রের সঙ্গে রবির দৃষ্টি সম্পর্ক রয়েছে। এর ফলে মাসের প্রথমভাগে কর্মক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তিতে বাধা আসবে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই, পরবর্তী ভাগ তুলনামূলক শুভ কাটবে।
বৃষ রাশি: অগস্টে বৃষের কর্মক্ষেত্রে রাহুর অবস্থান হলেও শনির বক্রগতি এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কের কারণে কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।
মিথুন রাশি: মিথুনের কর্মক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্কের কারণে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সতর্ক থাকুন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
আরও পড়ুন:
কর্কট রাশি: অগস্টে কর্কটের কর্মক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার ফলে দারুণ ফলপ্রাপ্তি ঘটবে। চিন্তার কোনও কারণ নেই, আনন্দে থাকুন।
সিংহ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক হলেও, সিংহের ক্ষেত্র অধিপতির কারণে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন।
কন্যা রাশি: অগস্টে কর্মক্ষেত্রে দুই গুরুর অবস্থান কন্যা রাশিকে কর্মক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে।
আরও পড়ুন:
তুলা রাশি: তুলা রাশির কর্মক্ষেত্রে রবির অবস্থান থাকার কারণে মাসের প্রথমভাগে কর্মক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তিতে বাধা আসলেও, পরবর্তী ভাগ তুলনামূলক শুভ থাকবে।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তিতে বাধা দান করবে।
ধনু রাশি: ধনুর কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্কের কারণে কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
আরও পড়ুন:
মকর রাশি: অগস্টে মকরের কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে দারুণ ফল লাভ হবে।
কুম্ভ রাশি: কর্মক্ষেত্র অধিপতির অবস্থান এবং দৃষ্টি সম্পর্ক অনুযায়ী কুম্ভ রাশির কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা অগস্টে কর্মক্ষেত্রে খুব ভাল ফল লাভ করবেন।