Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বন্ধু বা বান্ধবী দ্বারা আপনি লাভবান হবেন না আপনার ক্ষতি হবে (প্রথম অংশ)  

আমরা অনেকেই জানি যে, জন্মকুণ্ডলীর একাদশ ভাব থেকে বন্ধু বা বান্ধবীর বিচার করা হয়। হ্যাঁ, এই একাদশ ভাব থেকেই নির্ণয় হয়ে থাকে আপনি মনের মতো বন্ধু বা বান্ধবী পাবেন কি না।

অসীম সরকার
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

আমরা অনেকেই জানি যে, জন্মকুণ্ডলীর একাদশ ভাব থেকে বন্ধু বা বান্ধবীর বিচার করা হয়। হ্যাঁ, এই একাদশ ভাব থেকেই নির্ণয় হয়ে থাকে আপনি মনের মতো বন্ধু বা বান্ধবী পাবেন কি না। বন্ধু নির্বাচন ঠিক না হলে আপনি বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত তো হবেনই, বড় ক্ষতিও হয়ে যেতে পারে আপনার। আপনার জন্মছকের ভিতরেই এই ক্লু রয়েছে। বলতে দ্বিধা নেই, আপনি বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হবেন, এর অনেকটাই আপনার পূর্ব জীবনের কৃতকর্মের ফলের উপর নির্ভরশীল।

এ বারে পর পর কারণগুলি সংক্ষেপে আলোচনা করা হল।

(১) আপনার জন্মকুণ্ডলীতে একাদশ পতি যদি স্বস্থানে থাকে বা রবি, চন্দ্র, বুধ বা বৃহস্পতি যদি একাদশে থাকে, তা হলে আপনি ভাল জাতের ও সমমনের উপকারী বন্ধু বা বান্ধবী পাবেন যাঁরা আপনার সব সময়ের শুভাকাঙ্ক্ষী।

(২) প্রকৃতিগত ভাবে অমঙ্গলকর গ্রহ যেমন, মঙ্গল, শনি, রাহু, কেতু, ইউরেনাস যদি একাদশে থাকে, তা হলে এরা বন্ধুর ছদ্মবেশে আপনাকে বিপথে টেনে নিয়ে যাবে। আপনাকে প্রতারণা করবে। নারী হলে এদের দ্বারা লাঞ্ছিত হতে হবে। এমনকি আপনি এদের হাতে খুনও হতে পারেন।

(৩) বন্ধুর স্থানে, মানে একাদশে শনি অবস্থান করলে আপনি নারী বা পুরুষ যে-ই হোন না কেন, সাবধান হতে হবে আপনার বন্ধু বা বান্ধবী নির্বাচনে। ধরে নেওয়া ভাল, আপনার আগের জীবনের কর্ম খারাপ ছিল। তাই এই জীবনে আপনি বন্ধু বা বান্ধবী দ্বারা প্রতারিত হবেনই। যাকে আপাতদৃষ্টিতে যত ভাল মনে হচ্ছে, বন্ধু হিসেবে কিছু দিন পরে তার স্বরূপ প্রকাশ পাবে। একাদশে শনি থাকলে কখনও পার্টনারশিপ ব্যবসায় যাবেন না।

(৪) যাঁদের নেপচুন জন্মছকে একাদশে থাকে, তাঁরা সব সময় ভিন্ন রুচি, ভিন্ন স্বভাব, ভিন্ন মতবাদের বন্ধু পাবেন, আত্মার সঙ্গী পাবেন না। অনেক সময় খ্যাপাটে স্বভাবের বন্ধু বা বান্ধবী আপনার ভাগ্যে কিছু কালের জন্য জোটে।

আরও পড়ুন: মানুষের চেহারার গড়ন দেখে তার চরিত্র বিচার

(৫) মঙ্গল যদি একাদশে থাকে, তবে কর্কশ স্বভাব বন্ধু বা বান্ধবী জুটবে। যারা হবে ভয়ঙ্কর উত্তেজিত স্বভাবের। সব সময় মতপার্থক্য সৃষ্টি হবে, বার বার ভুল বোঝবুঝির মধ্যে পড়তে হবেই এদের সঙ্গে।

(৬) একাদশে ইউরেনাস থাকলে আপনি বন্ধু বা বান্ধবীর দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। নারী হলে আপনি বন্ধু বা বান্ধবী দ্বারা বিপথে চালিত হবেন এবং বেশির ভাগ ক্ষেত্রে প্রথমে বুঝতেই পারবেন না।

(৭) উপরের অবস্থাগুলিতে যদি বৃহস্পতি সহাবস্থান করে বা ট্রাইন পেক্ষা দৃষ্টি দেয়, তবে কিছুটা কুপিত ভাব কমতে পারে। এতে কিছুটা মন্দের ভাল হতে পারে।

(৮) যদি অশুভ গ্রহগুলি একাদশ ঘরে এমন ভাবে অবস্থান করে, যা হয়তো দশম ভাবকেও প্রভাবিত করছে বা দশম পতিকে প্রভাবিত করছে, তা হলে জাতক/জাতিকা বন্ধুর হাতে খুনও হতে পারেন।

(৯) কোনও জাতক/জাতিকার একাদশে চন্দ্র যদি শনি সংযুক্ত থাকে বা শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকে, তা হলে বন্ধু বা বান্ধবী দ্বারা প্রতারিত হতে হবে। বন্ধুর ছদ্মবেশে এরা অনেক দিন জাতক/জাতিকার সঙ্গে মিশবে তারপর ছেড়ে চলে যাবে অনেক ক্ষতি করে।

(১০) বুধ যদি শুক্র বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়, অথবা একাদশ ভাবের অধিপতি যদি রবি, বুধ বা চন্দ্র হয় আর এরা যদি প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশম বা একাদশ ভাবে অবস্থান করে, তা হলে জাতক/জাতিকা বিশ্বস্ত বন্ধু বা বান্ধবী পাবেন।

(১১) যদি একাদশ পতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থান করে নীচস্থ হয় বা রবি সংযুক্ত কমবাস্ট হয়ে থাকে, তবে জাতক/জাতিকা যে দিন প্রতারিত হবেন বা প্রতারিত হবেন সে দিন বুঝতে পারবেন আপনি যাদের বন্ধু ভেবে মিশে এসেছেন, সেই তারা কী উদ্দেশ্যে আপনার সঙ্গে এত দিন মিশেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Friend Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE