Advertisement
১৮ এপ্রিল ২০২৪

নকল কিনে ঠকবেন না আর, চিনে নিন আসল পোখরাজ

বৃহস্পতি গ্রহ গুরুগ্রহ নাামে পরিচিত। এই গ্রহটি বুদ্ধি, বিদ্যা, যন্ত্রণা, ন্যায়পরায়ণতা, ধর্মপ্রাণতা, স্মৃতিশক্তি প্রভৃতির কারক। বৃহস্পতির গ্রহের রত্ন হল পোখরাজ।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০০:০০
Share: Save:

বৃহস্পতি গ্রহ গুরুগ্রহ নাামে পরিচিত। এই গ্রহটি বুদ্ধি, বিদ্যা, যন্ত্রণা, ন্যায়পরায়ণতা, ধর্মপ্রাণতা, স্মৃতিশক্তি প্রভৃতির কারক। বৃহস্পতির গ্রহের রত্ন হল পোখরাজ। সংস্কৃতে এটি পীতমণি, পুষ্পরাগ নামে পরিচিত।ফার্সি ভাষায় একে বলে ইয়াকুত অফসর এবং ইংরাজিতে বলা হয় টোপাজ।উজ্জ্বল স্বচ্ছ হলুদ বর্ণের রত্ন হল পোখরাজ। আজকাল বাজারে নানা রকম রত্ন-পাথর পাওয়া যায়। চোখ ধাঁধিয়ে যায় তাদের রং আর উজ্জ্বল বর্ণচ্ছটার আভা দেখলে। কিন্তু এই সব রত্ন-পাথরের ভিড়ে কী করে চিনে নেবেন কোনটা আসল, কোনটা নকল,দেখে নিন। প্রথমত, রত্ন-পাথরের আকৃতি, রঙ, স্বচ্ছতা ও এর ভেতর সুক্ষ্ম যে সব অবাঞ্ছিত পদার্থ থাকে, তার বিন্যাস দেখে প্রাথমিক ধারণা তৈরি করা যায়।

পীত পোখরাজ চেনার উপায়:

১। সাদা কাপড়ে এটিকে রেখে সূর্যের আলোয় ধরলে কিছুক্ষণ বাদে কাপড়ের ওপর আভা দেখা যায়।

২। কাঁচা দুধে চব্বিশ ঘন্টা রেখে দিলেও এর উজ্জ্বলতা কমে না।

৩। বিষাক্ত পোকা (কাঁকড়া বিছে বা সাপ বাদে) কামড়ালে দংশন স্থানে এটি ঘষলে দ্রুত বিষ নেমে যায়।

পীত পোখরাজের প্রাপ্তিস্থান:

পোখরাজ বর্মা, শ্রীলঙ্কা, ব্রাজিল ও জাপানে পাওয়া যায়।

বৃহস্পতির ক্ষেত্রে প্রতিকার হল পীত পোখরাজ ।

বৃহস্পতিবার সোনায় ধারণ কর্তব্য।

উপরত্ন– হলুদ টোপাজ, সারভোনিক্স (হলুদ বর্ণের) ইয়োলো স্টোন।

বিঃ দ্রঃ- পোখরাজ ছাই ও সাদা রঙেরও হয়। সেটি শুক্রের প্রতিকারে লাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gem Stone Topaz Topaz Stone পোখরাজ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE