জ্যাম, জেলি, কেচআপ, আচার প্রস্তুতের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতার। এমনই একাধিক কাজের কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্যও স্বল্পমেয়াদি মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)। প্রতিষ্ঠানের নারায়ণপুরের ক্যাম্পাসে বিনামূল্যে করানো হবে সমস্ত কোর্স। এ জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের কোর্সগুলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট-এর অধীনে করানো হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য সমস্ত বিষয় পড়ানো হবে।
আরও পড়ুন:
-
প্রকাশিত এআইবিই-র ফলাফল, আইনজীবী হিসাবে যোগ্যতা অর্জনের পরীক্ষায় পাশের হার কত?
-
চিকিৎসক খুঁজছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কোন কোন বিভাগে আবেদন করা যাবে?
-
সমাজসেবার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে পাঠ্য বিষয়েই! মিলবে কি উপযুক্ত রোজগারের দিশা?
-
জেইই অ্যাডভান্সড-এ পরিবর্তন! আইআইটি কাউন্সিলের বৈঠকে বিশেষ সুপারিশ
প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল, সিভিল, ফুড প্রসেসিং, কম্পিউটার সায়েন্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান অ্যান্ড মোট ওয়াইন্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, জ্যাম, জেলি, কেচাপ, পিকল মেকিং টেকনিশিয়ান, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড বেসিক অফ সি অ্যান্ড পাইথন প্রোগ্রামিং এক্সাপার্ট এবং ওয়েল্ডার পদের জন্য প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
নানা বিষয়ের ক্লাস চলবে চার থেকে ছ’মাস। বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের কোর্সে অষ্টম, নবম, দশম বা দ্বাদশোত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন স্কুলছুট থেকে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারাও।
কোর্সগুলিতে আগে এলে আগে ভর্তি এই নিয়ম মেনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের প্রতিষ্ঠানে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য নেই। আগামী ২৩ জানুয়ারি আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
-
এআইবিই-র চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল বার কাউন্সিল, চারটি সেট থেকে বাতিল ২০টি প্রশ্ন
-
দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড-এ আধিকারিকের খোঁজ, মাসিক বেতন লক্ষাধিক টাকা
-
কর্মরতদের জন্য অনলাইন এবং অফলাইনে কোর্স আইআইএম আমদাবাদের, শুরু আবেদন গ্রহণ
-
আইআইটি খড়্গপুরে শিক্ষকতার সুযোগ, কোন কোন ফ্যাকাল্টির জন্য করা যাবে আবেদন?