চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশের পর ঘোষণা করা হল অল ইন্ডিয়া বার এগ্জ়ামিনেশন (এআইবিই)-এর ফলাফল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)-এর তরফে বুধবার রাতেই ফলপ্রকাশ করা হয়েছে।
আইনজীবী হিসাবে পেশাগত যোগ্যতা অর্জনের পরীক্ষা এআইবিই-র বিংশতম সংস্করণের আয়োজন করা হয় গত বছর ৩০ নভেম্বর। দেশের ৫৬ টি শহরের ৩৯৯টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা। মোট ২,৫১,৯৬৮ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে ১,৬৫,৬১৩ পুরুষ, ৮৬,৩৩৬ জন মহিলা এবং ১৯ জন রূপান্তরকামী। পরীক্ষায় উত্তীর্ণ ১,৭৪,৩৮৬ জন এবং অনুত্তীর্ণ ৭৭,৫৭৯ জন। অর্থাৎ পাশের হার ৬৯.২১ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১,১৩,০৬৩ জন পুরুষ, ৬১,৩১০ মহিলা এবং ১৩ জন রূপান্তরকামী।
আরও পড়ুন:
-
এআইবিই-র চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল বার কাউন্সিল, চারটি সেট থেকে বাতিল ২০টি প্রশ্ন
-
দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড-এ আধিকারিকের খোঁজ, মাসিক বেতন লক্ষাধিক টাকা
-
কর্মরতদের জন্য অনলাইন এবং অফলাইনে কোর্স আইআইএম আমদাবাদের, শুরু আবেদন গ্রহণ
-
আইআইটি খড়্গপুরে শিক্ষকতার সুযোগ, কোন কোন ফ্যাকাল্টির জন্য করা যাবে আবেদন?
এআইবিই পরীক্ষায় জাতিগত পরিচয়ের ভিত্তিতে অসংরক্ষিতরাই এগিয়ে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের মধ্যে অনগ্রসর শ্রেণিভুক্তদের পরে রয়েছে তফশিলি জাতি এবং উপজাতির পরীক্ষার্থীরা।
কী ভাবে ফলাফল দেখবেন?
১। পরীক্ষার্থীদের allindiabarexamination.com-এ যেতে হবে।
২। ওয়েবসাইটের হোমপেজ থেকে রেজ়াল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। সেখানে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করলেই মার্কশিট স্ক্রিনে দেখা যাবে।
৪। পরীক্ষার্থীরা সেই মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন:
-
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ, ভর্তির তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং কবে?
-
বিধাননগরের স্বাস্থ্যভবনে কর্মীর খোঁজ, কোন পদে, কেমন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?
-
সমাজসেবার আকাঙ্ক্ষা পূরণ হতে পারে পাঠ্য বিষয়েই! মিলবে কি উপযুক্ত রোজগারের দিশা?
-
জেইই অ্যাডভান্সড-এ পরিবর্তন! আইআইটি কাউন্সিলের বৈঠকে বিশেষ সুপারিশ