নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনও স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য প্রথম দু’টি রাউন্ডের পর তৃতীয় রাউন্ডের জন্য কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। যে আসনগুলি এখনও খালি, সে সব আসনেই কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং এমটেক কোর্স করা যাবে এগ্রিকালচার, হর্টিকালচার এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। কোর্সগুলিতে বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজ়িয়োলজি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল মেটিরিয়োলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, অ্যাগ্রোনমি-সহ নানা বিষয় পড়ানো হবে।
আরও পড়ুন:
-
এআইবিই-র চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশ করল বার কাউন্সিল, চারটি সেট থেকে বাতিল ২০টি প্রশ্ন
-
দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেড-এ আধিকারিকের খোঁজ, মাসিক বেতন লক্ষাধিক টাকা
-
কর্মরতদের জন্য অনলাইন এবং অফলাইনে কোর্স আইআইএম আমদাবাদের, শুরু আবেদন গ্রহণ
-
আইআইটি খড়্গপুরে শিক্ষকতার সুযোগ, কোন কোন ফ্যাকাল্টির জন্য করা যাবে আবেদন?
সংশ্লিষ্ট কোর্সগুলিতে রয়েছে বেশ কিছু শূন্য আসন। যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ আসন এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলির জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর পর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে। পড়ুয়াদের ওই দিন সমস্ত নথি নিয়ে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
আরও পড়ুন:
-
নাইসার-সহ অন্য প্রতিষ্ঠান থেকে ইন্টিগ্রেটেড এমএসসি করবেন? শুরু হয়েছে নেস্ট-এর রেজিস্ট্রেশন
-
নিট ইউজি-র দিন ঘোষণা হয়নি, তার আগেই পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা এনটিএ-র
-
ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড-এ কর্মীর খোঁজ, কোন পদে, আবেদন করতে পারবেন কারা?
-
নারী অধিকার রক্ষা ও লিঙ্গ বৈষম্য রোধের লড়াই-ই হয়ে উঠতে পারে পেশা! পড়তে হবে কোন বিষয়?