চলতি বছর মেডিক্যালের স্নাতকে ভর্তির আবেদন শুরুর আগেই পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র। রেজিস্ট্রেশনের সময় যাতে কোনও জটিলতার সৃষ্টি না হয়, সে জন্য সমস্ত প্রয়োজনীয় নথি আগে থেকেই আপডেট করে নিতে হবে।
জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা নয়া নির্দেশিকায় জানিয়েছে, চলতি বছরের নিট ইউজি পরীক্ষা এবং রেজিস্ট্রেশন শীঘ্রই জানানো হবে। তার আগে পরীক্ষার্থীদের আধার কার্ড-এর সমস্ত নথি আপডেট করে নিতে হবে। আধার কার্ডে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ছবি, ঠিকানা, বায়োমেট্রিক তথ্য যাতে সঠিক ভাবে উল্লেখ করা থাকে, তা দেখে নিতে হবে। আধার কার্ডে কোনও ভুল থাকলে, নির্ধারিত নিয়ম মেনে myaadhaar.uidai.gov.in. or uidai.gov.in -ওয়েবসাইটে গিয়ে তা সংশোধন করে নিতে হবে।
আরও পড়ুন:
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রশিক্ষণের সুযোগ, বিজ্ঞান পাঠরতেরা করতে পারবেন আবেদন
-
টি বোর্ড অফ ইন্ডিয়া-য় ফ্যাক্টরি অ্যাডভাইসর অফিসার প্রয়োজন, পোস্টিং দেশের যে কোনও শহরে
-
অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মীর খোঁজ, মাসিক বেতনকাঠামো কেমন হবে?
-
প্রকাশিত এমস নরসেট পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু পরীক্ষা, পরীক্ষার ধরনই বা কেমন?
যাঁরা বিশেষ ভাবে সক্ষম, তাঁদের ইউনিক ডিজ়েবিলিটি আইডেন্টিটি কার্ড (ইউডিআইডি)-এর সমস্ত তথ্য খতিয়ে দেখে নিতে হবে। প্রয়োজনে আপডেট করে নিতে হবে। একই নিয়ম প্রযোজ্য, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি, পিছিয়ে পড়া জনজাতি ভুক্ত পরীক্ষার্থীদের জন্য। তাঁদেরও জাতি শংসাপত্রের সমস্ত ভুল সংশোধন করে তা আপডেট করতে হবে।
এনটিএ জানিয়েছে, সঠিক নথি আপলোড করা না হলে রেজিস্ট্রেশনের সময় অযথা জটিলতা তৈরি হয়। অনেক সময় আবেদনপত্র বাতিল করতে হয় অথবা আবার নতুন করে আবেদন জমা দিতে হয়। সেই সমস্যা এড়াতেই আগেভাগে পরীক্ষার্থীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই এনটিএ-র তরফে জাতীয় স্তরে মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র আয়োজন করা হয়। বিগত বছরগুলিতে প্রতি বছর মে মাসেই পরীক্ষার আয়োজন করা হয়।
আরও পড়ুন:
-
নাইসার-সহ অন্য প্রতিষ্ঠান থেকে ইন্টিগ্রেটেড এমএসসি করবেন? শুরু হয়েছে নেস্ট-এর রেজিস্ট্রেশন
-
ফেব্রুয়ারির শুরুতেই গেট, কোন দিন কোন বিষয়ের পরীক্ষা? পূর্ণাঙ্গ সূচি প্রকাশ আইআইটি গুয়াহাটির
-
কোম্পানি সেক্রেটারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান! কী ভাবে প্রস্তুতি নিতে হবে?
-
কর্মরতদের জন্য ম্যানেজমেন্টে পিএইচডি-র সুযোগ, আইআইএম কলকাতার তরফে শুরু আবেদন গ্রহণ