Advertisement
E-Paper

নাইসার-সহ অন্য প্রতিষ্ঠান থেকে ইন্টিগ্রেটেড এমএসসি করবেন? শুরু হয়েছে নেস্ট-এর রেজিস্ট্রেশন

দেশের মোট ১৪০টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। চলবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৮:০০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

যাঁরা বেসিক সায়েন্সেস-এর বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা করতে চান, তাঁদের জন্য সর্বভারতীয় স্তরে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (নেস্ট)-এর আয়োজন করা হয়। চলতি বছর নেস্ট আগামী জুন মাসে। তার আগে সোমবার থেকে শুরু করা হল পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

চলতি বছরের নেস্ট-এর আয়োজন করা হবে আগামী ৬ জুন। দেশের মোট ১৪০টি পরীক্ষাকেন্দ্রে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

প্রবেশিকায় আবেদনের জন্য অসংরক্ষিতদের ১,৪০০ টাকা এবং সংরক্ষিতদের ৭০০ টাকা জমা দিতে হবে। আগামী ৬ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদনমূল্য জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। এর পর পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ১৫ মে।

পরীক্ষার আবেদন প্রক্রিয়া:

১। পরীক্ষার্থীদের প্রথমে nestexam.in -এ যেতে হবে।

২। এর পর ‘নেস্ট রেজিস্ট্রেশন ২০২৬’ লিঙ্কে ক্লিক করে সমস্ত তথ্য এবং নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে।

৩। আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে আবেদনমূল্যও।

৪। এর পর ‘কনফারমেশন পেজ’ ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

নেস্ট-এর মাধ্যমে নাইসার, ইউএম-ডিএই-সিইবিএস-এর মতো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সে ভর্তির সুযোগ মেলে। পড়া যায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা জীববিদ্যার মতো বিষয়। মোট ২৬১টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে।

আবেদনের জন্য পরীক্ষার্থীদের ২০২৪ বা ২০২৫-এর দ্বাদশের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। যারা চলতি বছরে দ্বাদশের পরীক্ষা দেবে, তারাও আবেদন করতে পারবে পরীক্ষায়।

National Entrance Screening Test 2026 National Entrance Screening Test NISER Entrance Test 2026 UM-DAE CEBS Mumbai Entrance Test 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy