Advertisement
০২ মে ২০২৪

আপনি কেমন মানুষ? বলা যাবে আপনার বসার ধরন দেখে

যারা দুই পা জোড়া করে বসেন, তারা পারফেকশনিস্ট। বাহ্যিক ভাবে এমন মানুষদের কঠিন স্বভাবের মনে হতে পারে। কিন্তু এরা খুবই আন্তরিক ও দয়াপ্রবণ হয়ে থাকেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:২৩
Share: Save:

আপনি কী ভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বাবু হয়ে, পায়ের উপর পা তুলে, নাকি অন্য কোনও ভাবে? জানেন কি, স্রেফ আপনার বসার ধরন দেখে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব? এমনকি আপনার ব্যক্তিত্ব কেমন, তা-ও বলা সম্ভব আপনার বসার ধরন দেখে।
দেখে নেওয়া যাক, বসার ধরন দেখে মানুষ চেনার উপায়—
১। সামনের দিকে ঝুঁকে যারা বসতে ভালবাসেন, তারা কৌতুহলী চরিত্রের হয়ে থাকেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে, অজানা বিষয় সম্পর্কে জানতে পছন্দ করেন। এরা খুব সহজেই মানুষের মন জয় করে নেন।


আরও পড়ুন:মানুষ চিনুন গলার গঠন দেখে

২। যারা দুই পা জোড়া করে বসেন, তারা পারফেকশনিস্ট। বাহ্যিক ভাবে এমন মানুষদের কঠিন স্বভাবের মনে হতে পারে। কিন্তু এরা খুবই আন্তরিক ও দয়াপ্রবণ হয়ে থাকেন।
৩। যে ব্যক্তি পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন, তিনি সময় নিয়ে সমস্ত কাজ করতে ভালবাসেন। আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এরা। আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালবাসেন।
৪। সোজা ভাবে যারা বসেন, তারা খুবই আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। এরা আবার খুব পরোপকারীও হন। স্বাস্থ্য সচেতন হন এরা। সেই জন্যই সোজা হয়ে বসেন, যাতে পিঠের সমস্যায় ভুগতে না হয়।
৫। হাঁটুর উপর হাত রেখে বসা মানুষরা আবার বেশ বোল্ড হন। নিজের মত প্রকাশ করতে কখনও ভয় পান না। প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কেমন করে করতে হয়, তা ভালই জানেন এরা।
৬। দুই পা ক্রস করে বসে থাকেন অনেকে। এমন মানুষ সব কিছুতে কর্তৃত্ব করতে খুব ভালবাসেন। সমস্ত কিছু জানতে চান। আর সমস্ত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন।
৭। পায়ের উপর পা তুলে বসা বাবুয়ানির লক্ষণ হিসেবে দেখা হয়। তবে এমন ভাবে যারা বসেন, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। এমন মানুষ নিজেদের মধ্যে থাকতেই ভালবাসেন।
৮। দুই হাত ক্রস করে বসা ব্যক্তি অবশ্য বেশ আত্মবিশ্বাসী হন। এ ধরনের মানুষ সহজে হাসেন না। মানুষের সঙ্গে মিশতেও এদের সময় লাগে।
৯। দুই হাত পায়ের ভিতরে গুঁজে বসা ব্যক্তিরা স্পর্শকাতর হন। এরা আবার একটু লাজুকও বটে। আত্মবিশ্বাসের অভাবও থাকে এদের।
১০। দুই হাত এক করে কোলে নিয়ে বসেন অনেকে। এমন মানুষ ভাল বন্ধু হয়ে থাকেন, আবার খুবই আবেগপ্রবণও। বাঁচার নেশায় বুঁদ থাকেন এরা। সব সময় এরা কাছের মানুষের মুখে হাসি দেখতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Identification
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE