কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। এই বছর ২৪ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার পড়েছে ভাইফোঁটা। ভাইফোঁটা হল ভাই ও বোনের সম্পর্কের বন্ধন দৃঢ় করার উৎসব। দেশের প্রায় সকল প্রান্তে থাকা হিন্দু ধর্মাবলম্বীরা সানন্দে এই উৎসব পালন করেন। বোন বা দিদিরা তাঁদের দাদা বা ভাইয়ের সুস্থতার কামনা করে কপালে মঙ্গলটিকা এঁকে দেন। তার পর দাদারা বোনেদের আশীর্বাদ করেন, দিদিরা ভাইদের। সব শেষে মিষ্টিমুখ ও উপহার বিনিময়ের মাধ্যমে ভাইফোঁটার অনুষ্ঠান শেষ হয়। তবে ফোঁটা দেওয়ার ব্যাপারে নানা জিনিস মাথায় রাখতে হয়। ভাইয়ের মঙ্গলকামনার ক্ষেত্রে যেন কোনও ভুল না হয়ে যায় সে সকল বিষয় মাথায় রাখতে হয়। জেনে নিন সেগুলি কী কী।
আরও পড়ুন:
ভাইফোঁটা দেওয়ার সময় কী কী বিষয় মাথায় রাখবেন?
- ভাই-বোন, উভয়ের কেউই কালো রঙের কোনও জামা পরবেন না। কালো রং সম্পূর্ণ এড়িয়ে চলবেন। কালো রংকে অশুভ মনে করা হয়, তাই এই রং না পরাই ভাল হবে।
- ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর-পশ্চিম দিকে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বোনের মুখ থাকতে হবে পূর্ব বা উত্তর-পূর্ব দিকে। সঠিক দিক নির্দেশ করে ফোঁটা দিলে জীবনে সমৃদ্ধি আসবে। না হলে ভাল হওয়ার বদলে খারাপ হতে পারে।
আরও পড়ুন:
- দাদা বা ভাইকে কখনও মেঝের উপর সরাসরি বসতে দেবেন না। বদলে মেঝের উপর একটা আসন বা চৌকি পেতে সেটির উপর বসতে দেবেন।
- ফোঁটা দেওয়ার পর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন। তার পর ভাইয়ের দীর্ঘায়ু কামনা করুন। এতে ভাইয়ের মঙ্গল হবে। তার পর ভাইয়ের মিষ্টিমুখ করাতে হবে এবং জল খাইয়ে দিতে হবে।