Advertisement
E-Paper

জামাকাপড়, সাজার জিনিস না চকোলেট, এই বছর ভাইফোঁটায় বোনকে কী দেওয়া উচিত হবে? রাশি মিলিয়ে দেখে নিন

মিষ্টি বন্ধনের এই উৎসবের একটা বিশেষ অংশ হল উপহার। দাদাদের থেকে উপহার না পেলেই ছোট্ট বোনটির মুখ হয়ে যায় ভারি। বিশেষ এই উপহার দেওয়ার ব্যাপারে তাই কোনও ভুল করা যাবে না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:৪৪
bhaifota

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভাই-বোনের সম্পর্কের বন্ধন উদ্‌যাপনের উৎসব হল ভাইফোঁটা। এই উৎসব পালনে ভাই ও বোনের সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। ভাইয়ের কপালে চন্দন ও দইয়ের ফোঁটা এঁকে দিয়ে বোনেরা তাঁদের দীর্ঘায়ু কামনা করেন। অন্য দিকে ভাইয়েরা বোনকে সারা জীবন সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা নেন। মিষ্টি বন্ধনের এই উৎসবের একটা বিশেষ অংশ হল উপহার। দাদাদের থেকে উপহার না পেলেই ছোট্ট বোনটির মুখ হয়ে যায় ভারি। অন্য দিকে সদ্য ক্লাস ফাইভে ওঠা দাদাটিও পুজোর হাতখরচ থেকে টাকা বাঁচিয়ে রাখে দিদিকে ভাইফোঁটায় উপহার কিনে দেওয়ার জন্য। বিশেষ এই উপহার দেওয়ার ব্যাপারে তাই কোনও ভুল করা যাবে না। বোনের রাশি মিলিয়ে দেখে নিন এ বছর ভাইফোঁটায় তাঁকে উপহার হিসাবে কী দেওয়া ঠিক হবে।

মেষ: যে কোনও লাল রঙের জিনিস বা দস্তার তৈরি জিনিস।

বৃষ: সাদা রঙের যে কোনও জিনিস, বিশেষ করে পার্স। এ ছাড়া সিল্কের তৈরি পোশাক বা রুপোর তৈরি যে কোনও জিনিস।

মিথুন: সবুজ রঙের পোশাক বা ঘর সাজানোর জিনিস। এ ছাড়া কোনও বৈদ্যুতিন যন্ত্র।

কর্কট: সাদা রঙের যে কোনও জিনিস, রুপো বা মুক্তোর গয়না।

সিংহ: সোনার তৈরি যে কোনও জিনিস। এ ছাড়া সোনালি, কমলা বা গেরুয়া রঙের যে কোনও জিনিস।

কন্যা: গল্পের বই ও চকোলেট দিতে পারেন। গণেশের মূর্তি বা পান্না বসানো আংটিও দেওয়া যেতে পারে।

তুলা: রুপোর গয়না, রেশমের তৈরি পোশাক ও সুগন্ধি দেওয়া যেতে পারে।

বৃশ্চিক: কমলা বা লাল রঙের যে কোনও জিনিস বৃশ্চিকের জন্য শুভ।

ধনু: হলুদ বা গেরুয়া রঙের পোশাক বা কানের দুল দিতে পারেন।

মকর: লোহার তৈরি কোনও ঘর সাজানোর জিনিস, চুমকি ও জরির কাজ করা পোশাক বা যে কোনও বৈদ্যুতিন যন্ত্র দেওয়া যেতে পারে।

কুম্ভ: কালো রঙের কোনও ঘর সাজানোর জিনিস বা পোশাক অথবা যে কোনও বৈদ্যুতিন যন্ত্র।

মীন: হলুদ রঙের পোশাক, প্রসাধনী বা তামার তৈরি কোনও জিনিস।

Bhaifota Bhai Phota Bhaidooj Bhai Phota 2025 Bhai Phonta Special 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy