জন্মসময় অনুযায়ী লগ্ন, রাশি, নক্ষত্র বিশ্লেষণ করে যে কোনও ব্যক্তি সম্বন্ধে অনেক কিছু বলা সম্ভব। যদিও তা বেশ জটিল এবং সময়সাপেক্ষ। সর্বোপরি সেটি করতে জ্যোতিষশাস্ত্রের যথেষ্ট জ্ঞানের প্রয়োজন। তবে সংখ্যাতত্ত্বের ধারণা থাকলে বিষয়টা তুলনামূলক সহজ হয়ে যায়। সংখ্যাতত্ত্বের মূল বিষয় হল বিভিন্ন সংখ্যার পাঠোদ্ধার। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক। সংখ্যাতত্ত্ব অনুযায়ী সপ্তাহের প্রত্যেক বারের সঙ্গে এক এক সংখ্যার সম্পর্ক রয়েছে। বারের সঙ্গে সংখ্যার সম্পর্ক থাকার কারণে জন্মবার অনুযায়ী সংখ্যার প্রভাবও পরিলক্ষিত হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন বারে জন্ম হলে জন্মগত কোন গুণ দেখা যায় জেনে নিন।
আরও পড়ুন:
রবিবার: সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবিবার ১ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। রবিবার যাঁদের জন্ম তাঁরা স্বাধীনচেতা এবং উচ্চাকাঙ্ক্ষী। অহংবোধ ও আত্মসম্মান এই সকল ব্যক্তির জন্মগত। এঁদের মধ্যে জন্ম থেকেই নেতৃত্বদান এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকে।
সোমবার: সংখ্যাতত্ত্ব অনুযায়ী সোমবার ২ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। সোমবার যাঁদের জন্ম তাঁরা অভিনয়জগতে ভাল নাম করতে পারেন। সময়ের সঙ্গে এঁরা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। বন্ধুবান্ধব এবং জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা তাঁদের জন্মগত। শিল্পের প্রতি অনুরাগ থাকতে দেখা যায়।
আরও পড়ুন:
মঙ্গলবার: সংখ্যাতত্ত্ব
অনুযায়ী মঙ্গলবার ৩ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। সপ্তাহের এই
দিনে জন্মানো ব্যক্তিরা সৃজনশীল হন। এঁরা যে কোনও মানুষের সঙ্গে ভাল মিশে যেতে
পারেন। এঁদের সুপরিকল্পনা দানের ক্ষমতা জন্মগত। সাহসী প্রকৃতির হন এবং খেলার প্রতি আকর্ষণ থাকতে দেখা যায়।
বুধবার: সংখ্যাতত্ত্ব অনুযায়ী বুধবার ৪ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। বুধবার জন্মানো জাতক-জাতিকারা স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য হন। ব্যবহারিক জ্ঞান এবং কর্মক্ষমতা তাঁদের জন্মগত।
আরও পড়ুন:
বৃহস্পতিবার: সংখ্যাতত্ত্ব অনুযায়ী বৃহস্পতিবার ৫ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। বৃহস্পতিবার জন্মানো
জাতক-জাতিকারা অস্থির প্রকৃতির হয়ে থাকেন। নতুন কিছু করার ও শেখার ইচ্ছা এঁদের ছোট
থেকেই থাকে।
শুক্রবার: সংখ্যাতত্ত্ব
অনুযায়ী শুক্রবার ৬ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। সপ্তাহের এই দিনে জন্মানো ব্যক্তিদের
মধ্যে ভালবাসা, সমবেদনা, দায়িত্বজ্ঞান জন্মগত ভাবে থাকতে
দেখা যায়। এই সকল ব্যক্তিদের শিল্পের প্রতি অনুরাগ থাকে।
শনিবার: সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনিবার ৭ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। শনিবার যাঁদের জন্ম তাঁদের মধ্যে অন্তর্দর্শন ক্ষমতা, আত্মজ্ঞান, গভীর চিন্তার ক্ষমতা জন্মগত ভাবে থাকতে দেখা যায়।