এক জন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে তাঁর রাশির সম্পর্ক রয়েছে। নির্দিষ্ট ব্যক্তির রাশির উপর তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের নানা দিক নির্ভর করে বলে মনে করছে শাস্ত্র। সেই কারণে এক জনের রাশি বিচার করে তাঁর সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যারা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কষ্টে বুক ফেটে গেলেও, এরা মুখে কিছু বলে না। ফলত এদের বুঝে উঠতে আশপাশের মানুষদের বেগ পেতে হয়। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন রাশির মানুষেরা অনুভূতি লুকিয়ে রাখেন?
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা সাধারণত বাস্তববাদী হন। এঁরা আবেগের থেকে যুক্তির উপর ভর করে জীবন কাটাতে বেশি পছন্দ করেন। আশপাশের মানুষদের কাছেও এক জন শক্ত-সমর্থ মানুষ হিসাবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন এঁরা। সেই কারণে কষ্ট পেলেও কখনও সেই কথা কাউকে বলার ব্যাপারে বিশ্বাসী নন এঁরা।
বৃশ্চিক: আবেগতাড়িত বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত অনুভূতিশীল হন। ভালবাসার মানুষের জন্য কিছু করতেই কুণ্ঠাবোধ করেন না এঁরা। কিন্তু তাঁর থেকে কষ্ট পেলে এঁরা পাথরে পরিণত হয়ে যান। নিজের কষ্টের কথা এঁরা কখনও নিজে থেকে বলেন না, উপরন্তু আশা রাখেন যে বিপরীতের মানুষটিকে তাঁর মনের কথাটা বুঝবেন। এঁরা সহজে নিজেদের আবেগের প্রকাশ ঘটান না।
আরও পড়ুন:
মকর: শনি দ্বারা পরিচালিত মকর রাশির জাতক-জাতিকাদের আত্মনিয়ন্ত্রণ মারাত্মক। এঁরা চট করে কারও সঙ্গে মিশে যেতে পারেন না। মনের কথাও খোলাখুলি ভাবে অন্যের কাছে বলে বেড়ানো এঁদের আসে না। এই রাশির ব্যক্তিরা নিজেদের জগতে থাকতেই বেশি পছন্দ করেন। এঁরা পেশাদারিত্বে বিশ্বাসী। ব্যক্তিগত জীবন নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ রাশির জাতক-জাতিকারা নিজেদের ঝামেলা নিজে মেটাতেই পছন্দ করেন। এঁরা সচরাচর অপরের সঙ্গে কাজ ছাড়া অন্যান্য ব্যাপার নিয়ে কথা বলেন না। আবেগগত ভাবে নিজেকে অন্যের থেকে যতটা দূরে রাখা সম্ভব সেটাই রাখেন। বিপরীতে থাকা মানুষটি যতই কাছের হোক, তাঁর সঙ্গে সুখ-দুঃখের গল্প করার প্রবৃত্তি কুম্ভ রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় না।
আরও পড়ুন:
মীন: নিজেদের স্বপ্নের জগতে মীন রাশির ব্যক্তিদের অবাধ বিচরণ। এঁরা সর্বদা নিজেদের খেয়ালের দুনিয়ায় বুঁদ থাকেন। মনের যা কথা সেটা মনে রাখতেই বেশি পছন্দ করেন, কখনওই অপরকে সেটা বুঝতে দেন না। পাছে বিপরীতের মানুষটি তাঁকে ভুল বোঝেন, সেই ভাবনাতেও মীন রাশির ব্যক্তিরা নিজেদের আবেগ অপরের সঙ্গে ভাগ করে নেন না।