যে কোনও প্রতিযোগিতাতেই হার-জিত রয়েছে। সে দিক দিয়ে দেখতে গেলে জীবনও এক প্রকার প্রতিযোগিতারই ময়দান। সেখানে কেউ কেউ জিতে গেলেও, অনেকেই রয়েছেন যাঁরা পিছিয়ে পড়েন। হেরে যাওয়ার মধ্যে অনেকে রয়েছেন যাঁরা অল্পেই হার মেনে নেন, অনেকে আবার বহু বাধার সম্মুখীন হয়ে আর এগিয়ে যেতে পারেন না। তবে পাঁচ রাশি রয়েছে যারা সকলের ঊর্ধ্বে। এরা মাঠে নামে জেতার জন্যই। না জিতে মাঠ ছাড়ার পক্ষপাতী নয় এই পাঁচ রাশি। জেনে নিন তারা কারা।
কোন পাঁচ রাশি জেতার জন্য মাঠে নামে?
মেষ: মেষ রাশির ব্যক্তিদের অভিধানে হার শব্দটি নেই। এঁরা জেতার উদ্দেশ্য নিয়েই মাঠে নামেন। না জিতে ময়দান ছাড়তে রাজি নন এই রাশির ব্যক্তিরা। জেতার তাগিদে নিয়ম ভাঙতেও পিছপা হন না মেষ রাশির ব্যক্তিরা। এই রাশির সাহস এদের জীবনের ময়দানে সকলকে ছাপিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।
সিংহ: সূর্য দ্বারা পরিচালিত সিংহ রাশির জাতক-জাতিকারা ট্রেন্ড অনুসরণ করেন না, এঁরা ট্রেন্ড তৈরি করার ব্যাপারে বিশ্বাসী। কে কী করছে, কে কী বলছে সেই সব ব্যাপারে পাত্তা দেন না এঁরা। এঁরা নিজেরা যেটা ঠিক মনে করেন, সেটার উপর ভিত্তি করেই জীবন কাটান। জেতার জন্য এঁরা নিজের মানুষদের ঠকাতেও কুণ্ঠাবোধ করেন না।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দেখে বোঝা যায় না যে এঁরা ঠিক কী পরিমাণ ধূর্ত। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের হালকা ভাবে নেন। কিন্তু বৃশ্চিকের মাথায় সর্বদা সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলতে থাকে। আর সেই পরিকল্পনামাফিক কাজ করে এঁরা সেরার সিংহাসন ছুঁয়েও ফেলেন।
আরও পড়ুন:
ধনু: বড় স্বপ্ন দেখতে ভালবাসেন ধনু রাশির মানুষেরা। আর সেই স্বপ্ন পূরণের জন্য হাড়ভাঙা পরিশ্রম করতেও সমস্যা নেই এঁদের। এঁরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেন। নিজের জানার ও শেখার পরিধি বাড়িয়ে, নতুন জ্ঞান অনুধাবন করে এঁরা জেতার দিকে এগিয়ে চলেন। শেষে গিয়ে সফলতার মুকুট মাথায় তুলে তবে থামেন ধনু রাশির ব্যক্তিরা।
মকর: শনি দ্বারা পরিচালিত মকর রাশির ব্যক্তিরা জেতার জন্য যে কোনও কিছু করতে পারেন। কোনও মতে হার মানতে রাজি নন এঁরা। ছোট থেকেই এঁরা কঠিন নিয়মানুবর্তিতার ঘেরাটোপে নিজেদের বড় করে তোলেন, যাতে বড় হয়ে সাময়িক আনন্দের জন্য লক্ষ্য পূরণ করতে কোনও বাধার সম্মুখীন না হতে হয়। এঁরা সেরার মুকুট পরে তবে ক্ষান্ত হন।