সেপ্টেম্বরে পুজোয় চুটিয়ে প্রেম করেছেন অনেকেই। কারও পুরনো প্রেমে মধুভাব ফিরেছে, কেউ আবার নতুন সঙ্গী পেয়েছেন। তবে কথায় বলে, প্রেম পাওয়ার থেকেও টিকিয়ে রাখা বেশি কঠিন। তাই, অক্টোবরে এসে সেই প্রেম মনের জানলা দিয়ে পালিয়ে যাবে না তো? সেই সম্বন্ধে থাকা সকল দ্বন্দ্বের উত্তর রয়েছে জ্যোতিষশাস্ত্রে। অক্টোবর মাসে প্রেমের ক্ষেত্রে কার ভাগ্যে কী রয়েছে রাশি মিলিয়ে দেখে নিন।
মেষ রাশি: মেষের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। এর ফলে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রও শুভ বলা যায় না। ঝামেলা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
বৃষ রাশি: মাসের প্রথম ভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফল না পেলেও, পরবর্তী ভাগে সুফল পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রেও মাসের প্রথম ভাগের অপেক্ষায় দ্বিতীয় ভাগ শুভ। প্রথম ভাগে বুঝেশুনে কথা বলুন।
আরও পড়ুন:
মিথুন রাশি: অক্টোবরে দাম্পত্যসুখের ক্ষেত্রে প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে। প্রেমপ্রীতির ক্ষেত্রও শুভ বলা যায় না। সচেতন থাকতে হবে। ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন।
কর্কট রাশি: কর্কটের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে তেমন সুফল না পেলেও, শেষ ভাগে শুভ ফল পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রথম ভাবে মনোমালিন্য দেখা দিতে পারে।
সিংহ রাশি: মাসের প্রথম ভাগে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে সচেতন থাকা জরুরি। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ। চুটিয়ে প্রেম করার সুযোগ পাবেন।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে মাসের প্রথম ভাগে দাম্পত্য সমস্যা থাকলেও, বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে, অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে দাম্পত্য সুখে সুখী হবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রেও দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রথম ভাগে বুঝেশুনে কথা বলুন। না হলে ঝামেলা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।
আরও পড়ুন:
তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি থাকায় শুভ ফল লাভ করবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিকের দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ।
ধনু রাশি: অক্টোবরে ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। দাম্পত্যসুখের ক্ষেত্রে সুফল লাভ হবে। মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতির রাশি পরিবর্তনের পরে ফলের পরিবর্তন হবে। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ।
মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্র শুভ বলা যায় না।
আরও পড়ুন:
কুম্ভ রাশি: অক্টোবরে কুম্ভের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তি হবে।
মীন রাশি: মীনের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ।