টাকাপয়সা নিয়ে চিন্তা সকলের জীবনেই রয়েছে। যে মানুষের অনেক টাকা রয়েছে তিনিও ভাবেন আরও টাকা কী করে পাওয়া যায়। নতুন মাস পড়লেই মনে হয় এই মাসে হাতে টাকা থাকবে, না কি খরচাই বেশি হবে! সেই ক্ষেত্রে মাসের শুরুতেই যদি জেনে নেওয়া যায় সারা মাস জুড়ে কোন রাশির আয়ক্ষেত্র কেমন থাকবে, তা হলে সুবিধাই হয়। অক্টোবর মাসে রাশি অনুযায়ী কার কেমন আয় এবং ব্যয় হবে তার হদিস দিলেন জ্যোতিষী।
আরও পড়ুন:
মেষ রাশি: অক্টোবরে মেষের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক রয়েছে। মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে ফলের পরিবর্তন হবে।
বৃষ রাশি: এই মাসে বৃষের আয়ের ক্ষেত্রে অবস্থান শনির। মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ের উপর শুভ প্রভাব বৃদ্ধি পাবে। প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে অধিক শুভ ফল পাবেন।
মিথুন রাশি: মিথুনের আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে দৃষ্টি রয়েছে। আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন। চিন্তার কোনও কারণ নেই। তবে খরচ বুঝেশুনে করতে হবে।
কর্কট রাশি: আয়ক্ষেত্রের সহিত মঙ্গলের দৃষ্টিসম্পর্ক থাকায় কর্কট রাশির জাতক-জাতিকারা আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন না। খরচের হাত কমাতে হবে।
আরও পড়ুন:
সিংহ রাশি: সিংহর আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকার ফলে মাসের প্রথম ভাগে শুভ ফল লাভ করবে। পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।
কন্যা রাশি: অক্টোবরে কন্যার আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ। প্রথম ভাগে সতর্ক থাকতে হবে।
তুলা রাশি: তুলার আয়ক্ষেত্রে অবস্থান কেতুর। ফলত আশানুরূপ ফল পাবেন না। আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: এই মাসে বৃশ্চিক রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে বেশি ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
ধনু রাশি: ধনুর আয়ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে সুফল পেলেও, পরবর্তী ভাগে আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তিতে বাধা আসতে পারে।
মকর রাশি: মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে আয়ের ক্ষেত্রে মকরেরা অধিক সুফল পাবে।
কুম্ভ রাশি: কুম্ভের আয়ের ক্ষেত্র মাসের প্রথম ভাগে শুভ হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে। সচেতন থাকা বাঞ্ছনীয়।
মীন রাশি: অক্টোবরে আয়ের দিক দিয়ে মীনের মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ। মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে।