অক্টোবর মাসের প্রথম দিন মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। আগামী ১৮ অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবে। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু এবং শুক্র। আগামী ৯ অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী কন্যা রাশিতে গমন করবে। কন্যা রাশিতে মাসের প্রথম দিন অবস্থান করবে রবি এবং বুধ। বুধ ৩ অক্টোবর এবং রবি ১৭ অক্টোবর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি তুলাতে গমন করবে। তুলা রাশিতে অবস্থান করবে মঙ্গল, মঙ্গল ২৭ অক্টোবর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। মাসের প্রথম দিন চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে অবস্থান করবে শনি। গ্রহের অবস্থানের উপর নির্ভর করে প্রত্যেক রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। সকলেরই কর্মজীবনে কমবেশি বদল আসবে। কেউ বসের মন জয় করতে সক্ষম হবেন, কেউ আবার সহকর্মীদের জন্য সমস্যায় পড়তে পারেন। রাশি মিলিয়ে দেখে নিন কে কেমন ফল পাবেন।
আরও পড়ুন:
মেষ রাশি: মাসের প্রথম ভাগে মেষের কর্মক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও, শেষে গিয়ে শুভ ফল পাবে। চিন্তার কোনও কারণ নেই।
বৃষ রাশি: বৃষ রাশির ব্যক্তিদের জন্য কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন হবে।
মিথুন রাশি: অক্টেবরে মিথুনের কর্মক্ষেত্রের সঙ্গে মাসের শেষ ভাগে বৃহস্পতির সম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গে ভাল ফলের পরিমাণ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি: কর্মক্ষেত্রের ক্ষেত্র অধিপতির দৃষ্টি কর্কট রাশিকে কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে।
আরও পড়ুন:
সিংহ রাশি: সিংহের কর্মক্ষেত্রের সঙ্গে মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্ক থাকায় শুভ ফল প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে। সচেতন থাকা জরুরি।
কন্যা রাশি: কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। কন্যা রাশির ব্যক্তিদের মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।
তুলা রাশি: তুলার কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতির আগমনে শুভ ফলের পরিমাণ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিককে আশানুরূপ শুভ ফল প্রাপ্তিতে বাধা দান করবে।
আরও পড়ুন:
ধনু রাশি: ধনুর কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী ভাগ তুলনামূলক ভাল।
মকর রাশি: মকরের কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে।
কুম্ভ রাশি: মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে কুম্ভ রাশির ব্যক্তিরা ভাল ফল পাবেন।
মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।