কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্ত্যে আসেন বলে বিশ্বাস করা হয়। মর্ত্যে এসে দেবী তাঁর ভক্তদের আশীর্বাদ দান করেন। দেবী লক্ষ্মী পার্থিব-অপার্থিব সম্পদ, সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী। কোজাগরী শব্দের উৎপত্তি ‘কো-জাগতি’ থেকে, যার অর্থ হল ‘কে জেগে আছো’। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তাঁরা দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। আগামী ৬ অক্টোবর, ১৯ আশ্বিন, সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ১৯ আশ্বিন, সোমবার।
ইংরেজি– ৬ অক্টোবর, সোমবার।
সময়– দুপুর ১২টা ২৫ মিনিট।
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ২০ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ৭ অক্টোবর, মঙ্গলবার।
সময়– সকাল ৯টা ১৮ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ১৯ আশ্বিন, সোমবার।
ইংরেজি– ৬ অক্টোবর, সোমবার।
সময়– সকাল ১১টা ১২ মিনিট ৪৩ সেকেন্ড।
শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপুজো।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ২০ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ৭ অক্টোবর, মঙ্গলবার।
সময়– সকাল ৯টা ৩১ মিনিট ২৭ সেকেন্ড।