পুজো শেষে সকলের মনেই বিষাদের সুর। মা চলে যাওয়ার দুঃখে কাতর প্রায় সকল হিন্দু বাঙালি। আবারও এক বছরের অপেক্ষা। এরই সঙ্গে রয়েছে টাকার চিন্তা। পুজোর আনন্দে মেতে প্রায় সকলেই প্রচুর খরচ করে ফেলেছেন। এই সময় মনে হয় যদি হঠাৎ অনেক টাকা পাওয়া যেত তা হলে মন্দ হত না। আমাদের মনের কোণে লুকিয়ে থাকা সেই ইচ্ছা পূরণ করতে পারে লটারি। তবে লটারি খেলে টাকা হারানোর আশঙ্কাও থাকে। সেই কারণে লটারি কাটার আগে ভাগ্য যাচাই করে নেওয়া শ্রেয়। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ, ৫ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে লটারি কেটে কারা লাভের মুখ দেখতে পাবেন জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– লটারির দিকে মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি খুব একটা ভাল নয়। অর্থপ্রাপ্তির কোনও যোগ দেখা যাচ্ছে না।
বৃষ– সপ্তাহের মধ্য ভাগটা বৃষ রাশির জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। বিশেষ করে, সপ্তাহের মধ্য ভাগে দারুণ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। সেই সময় এক বার চেষ্টা করে দেখতে পারেন।
কর্কট– এই সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন। গোটা সপ্তাহটাই খুব ভাল প্রাপ্তিযোগ রয়েছে।
কন্যা– এই সপ্তাহটা কন্যা রাশির জাতকদের জন্য আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
তুলা– অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা খুব বেশি লটারিতে ঝোঁক দেখাতে যাবেন না। লাভের বদলে লোকসান হতে পারে।
বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।
আরও পড়ুন:
ধনু– ধনু রাশির জাতকেরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
মকর– সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। শেষের দিকে লটারি কাটতে যাবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির ব্যক্তিরা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
মীন– অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মীন রাশির ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে, তবে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)